মেদিনীপুর, 5 অগাস্ট: লকডাউনের মাঝে রামপুজোর আয়োজন করায় গ্রেপ্তার করা হল পাঁচ BJP নেতা ও কর্মী l মেদিনীপুরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের ৷
লকডাউন ভেঙে রামের পুজো, মেদিনীপুরে গ্রেপ্তার 5 BJP কর্মী - লকডাউন ভেঙে রাম পুজো, মেদিনীপুরে গ্রেপ্তার 3 BJP কর্মী
পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় সকাল থেকেই শুরু হয়ে যায় রামপুজোর প্রস্তুতি l তেমনই পুজোর আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলায় ৷ কিন্তু লকডাউনের মাঝে লোকজন নিয়ে পুজোর আয়োজন করায় পৌঁছায় পুলিশ ।
পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় সকাল থেকেই শুরু হয়ে যায় রামপুজোর প্রস্তুতি l তেমনই পুজোর আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলায় ৷ কিন্তু লকডাউনের মাঝে লোকজন নিয়ে পুজোর আয়োজন করায় পুলিশ এসে পৌঁছায় ৷ গ্রেপ্তার করা হয় পাঁচ BJP নেতা ও কর্মীকে l অভিযোগ, লকডাউন ভাঙায় রামপুজো করছিলেন তাঁরা l আর সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ l তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের BJP-র সাধারণ সম্পাদক শংকর গুছাইত সহ আরও দু'জন l এছাড়া শহরের অন্য প্রান্ত থেকে আরও দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে l