পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজ হচ্ছে না সতর্কবার্তায়, চন্দ্রকোনায় আটক 28 - 28 arrest in chandrakona for violating corona protocol

প্রতিদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে ৷ সতর্ক করা হচ্ছে স্বাস্থ্য দফতর থেকেও । তা সত্ত্বেও হচ্ছে না কাজ ৷

কাজ হচ্ছে না সতর্কবার্তায়, চন্দ্রকোনায় আটক 28
কাজ হচ্ছে না সতর্কবার্তায়, চন্দ্রকোনায় আটক 28

By

Published : May 8, 2021, 4:47 PM IST

Updated : May 8, 2021, 5:00 PM IST

চন্দ্রকোনা, 4 মে : সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক করে চলেছে পুলিশ ৷ তা সত্ত্বেও নেই সচেতনতা ৷ উপায়ান্ত না দেখে তাই শুরু হল ধরপাকড় । পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে অভিযান চালিয়ে 28 জনকে আটক করল চন্দ্রকোনা থানার পুলিশ ।

প্রতিদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে ৷ সতর্ক করা হচ্ছে স্বাস্থ্য দফতর থেকেও । তা সত্ত্বেও হচ্ছে না কাজ ৷ কারও মুখে মাস্ক নেই, কেউ নির্ধারিত সময়ের বেশি সময় জুড়ে দোকান খোলা রাখছে ৷ শুক্রবার থেকেই ধরপাকড় শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ । আংশিক লকডাউন না পালন করায় চন্দ্রকোনা থানার পুলিশের আটক করে 28 জনকে । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দ্রকোনা থানা এলাকাজুড়ে অভিযানে নামে পুলিশ । থানার ওসি রবীন্দ্রনাথ স্বর্ণকারের নেতৃত্বে চলে অভিযান ।

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

আজ পৌরসভার রেগুলেটেড বাজার, গোঁসাইবাজার, কলেজ রোড, জয়ন্তীপুর, ঠাকুরবাড়ি বাজার গাছশীতলা সহ একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ । এছাড়া চন্দ্রকোনার গ্রামাঞ্চলেও শুরু হয় অভিযান । আংশিক লকডাউনে খুলে থাকা দোকান বন্ধ করা, মাস্কবিহীন ব্যবসা করা এমন ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ । ওসির নেতৃত্বে সকাল থেকে চলে এই অভিযান । ধরপাকড় চালিয়ে মোট 28 জনকে আটক করে পুলিশ । পাশাপাশি মাইকিং করে সতর্ক করা হয় পুলিশের তরফে । আজ গোটা জেলার 6টি হাসপাতাল মিলিয়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে পাঁচজনের । নতুন করে সংক্রমিত 559 জন ।

Last Updated : May 8, 2021, 5:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details