চন্দ্রকোনা, 4 মে : সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক করে চলেছে পুলিশ ৷ তা সত্ত্বেও নেই সচেতনতা ৷ উপায়ান্ত না দেখে তাই শুরু হল ধরপাকড় । পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে অভিযান চালিয়ে 28 জনকে আটক করল চন্দ্রকোনা থানার পুলিশ ।
প্রতিদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে ৷ সতর্ক করা হচ্ছে স্বাস্থ্য দফতর থেকেও । তা সত্ত্বেও হচ্ছে না কাজ ৷ কারও মুখে মাস্ক নেই, কেউ নির্ধারিত সময়ের বেশি সময় জুড়ে দোকান খোলা রাখছে ৷ শুক্রবার থেকেই ধরপাকড় শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ । আংশিক লকডাউন না পালন করায় চন্দ্রকোনা থানার পুলিশের আটক করে 28 জনকে । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দ্রকোনা থানা এলাকাজুড়ে অভিযানে নামে পুলিশ । থানার ওসি রবীন্দ্রনাথ স্বর্ণকারের নেতৃত্বে চলে অভিযান ।