পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহিদ দিবসে ডিজে বাজিয়ে, ছাগল বলি দিয়ে ভূরিভোজ; নেতৃত্বে প্রাক্তন বিধায়ক - 21 জুলাই

ডিজে বাজিয়ে, ছাগল বলি দিয়ে ভূরিভোজের মাধ্যমে শহিদ দিবস পালিত হল ঘাটালে ৷ 21 জুলাই পালনের নামে ঘাটালে গোটা কাণ্ডটিই সংঘটিত হয়েছে প্রাক্তন বিধায়কের উদ্যোগে ৷ শংকর দৌলুই জানান, গত বিধানসভা নির্বাচনের জয়ের জন্য মানত করা ছিল জোড়া পাঁঠা ৷ শহিদ দিবসের দিন সেই মানত উৎসর্গ করা হল ৷

ঘাটালে শহিদ দিবস
ঘাটালে শহিদ দিবস

By

Published : Jul 22, 2021, 8:45 AM IST

Updated : Jul 22, 2021, 9:20 AM IST

ঘাটাল, 22 জুলাই : শহিদ দিবস না মোচ্ছব বুঝতে বেশ বেগ পেতে হবে ৷ ডিজে বাজিয়ে প্রায় 2 কিলোমিটার নাচ-গান করতে করতে এসে মানত করা জোড়া পাঁঠা বলি দেওয়া হল মন্দিরে ৷ তারপর আবার ছিল ভূরিভোজের পালা ৷ দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার আগেই কর্মীদের শহিদ দিবস শুরু হয়ে গিয়েছিল ঘাটালে ৷ গত বিধানসভার ফলাফলের জন্য জোড়া পাঁঠা মানত করা ছিল ৷ নিজের জয় অধরাই রয়ে গিয়েছে তবে দলের 'ঐতিহাসিক' জয়ের পর প্রাক্তন বিধায়কের নেতৃত্ব পালিত হল একুশে জুলাই ৷

গতকাল দলনেত্রীর ভাষণ শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় মোচ্ছব ৷ দুপুরে ডিজে বাজিয়ে তৃণমূল কর্মীরা এক জোড়া পাঁঠা নিয়ে আনন্দপুরের কালী মন্দিরের দিকে রওনা হন ৷ মিছিলে ছিলেন মনসুকা, আনন্দপুর, বলরামপুরের শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক । নেতৃত্বে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর দোলুই ৷ তাঁকে নিজেকেও ঢাক বাজাতে দেখা যায় ৷ 2 কিলোমিটার রাস্তা হেঁটে কালী মন্দিরে গিয়ে জোড়া পাঁঠা বলি দেওয়া হয় । রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের ক্ষমতায় আসা ও 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর দিল্লি দখল যাতে ঘটে- এমনই সব কারণে ঘাটালের মনসুকা আনন্দপুরের 400 বছরের পুরানো কালী মন্দিরে পুজো দেওয়া হয় ৷ ছিল ভূরিভোজেরও আয়োজন ।

একুশে জুলাই শহিদ দিবস হিসাবে শহিদ তর্পণ করে তৃণমূল কংগ্রেস । জেলায় জেলায় শহিদ বেদিতে মাল্যদান করে শহিদ স্মরণ করা হয় ৷ এবার জায়ান্ট স্ক্রিনে বা টেলিভিশনের পর্দায় নেত্রীর ভাষণ শোনার জন্য় মুখিয়ে ছিলেন তৃণমূলের বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি থেকে ব্লকে ব্লকে সংগঠনের নেতা-কর্মীরা । সেই সন্ধিক্ষণে ঘাটালের মনসুকায় দলীয় নেতার কাণ্ড কারখানায় হতচকিত সাধারণ মানুষ । শহিদ স্মরণ না করে নিজে ঢাক বাজিয়ে ডিজে সহযোগে 2 কিমি পথ হেঁটে কালী মন্দিরে গিয়ে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো । এরপর কব্জি ডুবিয়ে ভূরিভোজ । প্রাক্তন বিধায়ক শংকর দৌলুই অবশ্য জানালেন, শহিদদের সম্মান জানিয়েছেন তাঁরা ৷ 13 জন শহিদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন ৷ তবে এবারের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় এসেছে ৷ তার জন্য মানত করেছিলেন তাঁরা ৷ পাশাপাশি 2024-এর জন্যও পুজো দিলেন ৷ তার জন্য এই উৎসবের আয়োজন ।

বুধবার ঘাটালে শহিদ দিবসের কর্মসূচিতে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ৷

করোনা পরিস্থিতিতে যেখানে এবারের একুশের সভা ভার্চুয়াল করার সিদ্ধান্ত নিলেন নেত্রী সেখানে এই ধরনের কাণ্ড কারখানা সমর্থন করেননি অনেকেই । সমালোচনার ঝড় উঠেছে বিরোধী শিবিরেও ৷

আরও পড়ুন : ভার্চুয়াল সভা হলেও ডিম-ভাত বাদ যায়নি উত্তর দিনাজপুরে

Last Updated : Jul 22, 2021, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details