শালবনি, 20 জুন : মা ও ছেলের মধ্যে বচসার জের ৷ ছেলের হাতে তির বিদ্ধ হলেন মা ও বৌদি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত মেমুল গ্রামে । পরিবারের অভিযোগ, অভিযুক্ত বাড়ির ছোট ছেলে রাম মুর্মু আগে প্রায় সময় বাড়িতে এসে অশান্তি করত । মাথার সমস্যা ছিল ৷ যার জন্য যাকে তাকে মারধর করত এবং সকাল থেকে রাত পর্যন্ত চলত অশান্তি । এরপর রাম মুর্মুকে ডাক্তার দেখানো হয় । কিছুদিন ভালই ছিল । গতকাল সকালে ছেলে রাম মুর্মু মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার মা লক্ষীমণি মুর্মুকে মারধর করে । তারই প্রতিবাদ করতে যাওয়ায় বৌদি সোনালি মুর্মুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ছেলে রাম মুর্মু । এরপরই মা ও বৌদিকে লক্ষ্য করে ছেলে তির মারে বলে অভিযোগ ।
আরও পড়ুন...Malda Murder : স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ সিভিক ভলান্টিয়ারের
ঘটনায় গুরুতর আহত হন বৌদি ও মা । বৌদি সোনালি মূর্মুর পেটে গিয়ে লাগে তির ৷ অন্যদিকে মায়ের পিঠে তির লাগে । গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা । তারপর প্রথমে শালবনি পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অপারেশন করে তিরগুলি বের করেন চিকিৎসকেরা । ঘটনার পর শালবনি থানার পুলিশ গ্রেপ্তার করে ছেলেকে।