পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash : রাস্তা দেখভালের দায়িত্ব কার হাতে ! ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বে আহত 2 তৃণমূলকর্মী

রাস্তা তৈরির বরাত কাদের হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । ঘটনায় আহত দুই (TMC Inner Clash in Ghatal) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মারিচ্যা এলাকায় ।

Ghatal News
ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বে আহত দুই তৃণমূল কর্মী

By

Published : May 10, 2022, 10:59 PM IST

ঘাটাল, 10 মে : কাদের হাতে থাকবে রাস্তা তৈরির দেখভাল ৷ আর এই নিয়েই শুরু হল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মারিচ্যা এলাকায় (TMC Inner Clash in Ghatal) । এই গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুই তৃণমূলকর্মী । আহত দুই তৃণমূলকর্মীকে ভর্তি করা হয়েছে ঘাটাল হাসপাতালে ।

প্রশাসন সূত্রে খবর, বীরসিংহ উন্নয়ন পর্ষদের টাকায় ঘাটালের মারিচ্যা এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে ৷ আর এই কাজের বরাত কাদের হাতে থাকবে তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । আর এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুই তৃণমূলকর্মী । তাঁদের সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে । এই ঘটনায় ঘাটাল থানায় বেশ কয়েকজন তৃণমূলকর্মীর নামে অভিযোগ জমা হয়েছে । মারিচ্যা এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় নজরদারি চালাচ্ছে ঘাটাল থানার পুলিশ ।

ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত দুই তৃণমূলকর্মী

আরও পড়ুন :বিজেপিকে সমর্থন করেছেন জেলা সভাপতি, দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলইয়ের হাত ধরে মারিচ্যা এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন । সেই তৃণমূলকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷" যদিও এবিষয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বা তাঁর অনুগামীদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ঘটনার পর এলাকায় রয়েছে উত্তেজনা । তবে পুলিশের টহল থাকায় নতুন করে কোনও গণ্ডগোলের ঘটনা ঘটেনি । সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে জড়িত কারা এবং কেন এই ঘটনা ঘটল ।

ABOUT THE AUTHOR

...view details