দাসপুর, 28 সেপ্টেম্বর: বাবা মদ্যপ, মা মানসিক ভারসাম্যহীন ৷ এই সুযোগে নাবালিকা মেয়েকে (Minor Girl Gang Rape) রাতের অন্ধকারে ফুসলে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ (Gang Rape in Daspur) উঠল দাসপুরে ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ধর্ষিতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁদের বাড়ি থেকে 200 মিটার দূরত্বে নিয়ে গিয়ে দুই যুবক তাঁদের মেয়েকে মুখে কাপড় বেঁধে গণধর্ষণ করে। এই ঘটনায় নাবালিকার দাদু ও ঠাকুমা মঙ্গলবার রাতেই পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ সূত্রে খবর, ধর্ষিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে (2 Accused Arrested in Minor Girl Gang Rape)। তাদের নাম সাহেব সেনাপতি ও সরোজ বক্সী। পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার ঘাটাল আদালতে তোলা হয়েছে ৷ বিচারক অভিযুক্তদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷