পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Criminal Arrest : পুজোর আগে পুলিশি অভিযানে মেদিনীপুরে ধৃত 17 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের বটতলার চক থেকে একটি পিস্তল ও কার্তুজ-সহ তিন জনকে গ্রেফতার করে ৷ এরপরই শহরের আরও কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আরও 14 জনকে গ্রেফতার করা হয় ।

Criminal Arrest
পুজোর আগে পুলিশি অভিযানে মেদিনীপুরে ধৃত 17 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

By

Published : Oct 7, 2021, 10:17 PM IST

মেদিনীপুর, 7 অক্টোবর : পুজোর আগে অভিযানে চালিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে অস্ত্র-সহ 17 জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ জানা গিয়েছে, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের বটতলার চক থেকে একটি পিস্তল ও কার্তুজ-সহ তিন জনকে গ্রেফতার করে ৷ এরপরই শহরের আরও কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আরও 14 জনকে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার ধৃত 17 জনকে মেদিনীপুর আদালতে তোলা হয় ।

মাসখানেক আগেই রাতের বেলায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যে উত্তাল হয়ে উঠেছিল মেদিনীপুর শহর । শহরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল দুই কুখ্যাত দুষ্কৃতী । এছাড়াও বিভিন্ন দোকান থেকে টাকা চাওয়ার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজাকে গ্রেফতার করা হয়৷ বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি ৷ বিভিন্ন জায়গায় প্রায় 60টি ছোট ছোট দলে বিভক্ত হয়ে লাগাতার তল্লাশি শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন : Mentally Handicapped : মানসিক ভারসাম্যহীন ছেলে শিকলবন্দি, কাঁকসার দুঃস্থ মা সরকারি সাহায্য়প্রার্থী

ডেবরার কাছ থেকে গ্রেফতার করা হয় আরও তিন দুষ্কৃতীকে । উৎসবের মরশুমে দুষ্কৃতীদের দৌরাত্মে যাতে ফের অশান্ত না হয়ে ওঠে মেদিনীপুর শহর তার জন্য বুধবার ফের অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ৷ সেই অভিযানে, গ্রেফতারি পরোয়ানা রয়েছে এরকম চার দুষ্কৃতী-সহ মোট 17 জনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক, বেশ কিছু কার্তুজ ও ধারালো অস্ত্র ৷

ABOUT THE AUTHOR

...view details