ঘাটাল, 21 সেপ্টেম্বর: মঙ্গলবার ঘাটাল আদালত চত্বরে উপচে পড়া ভিড় ৷ বর-কনের বেশে হাজির পাত্র ও পাত্রী । তাঁদের সঙ্গে আনা হয়েছে পুরোহিতকেও । তা দেখে আদালত চত্বরে উপস্থিত মানুষের মধ্যে তৈরি হয় কৌতুহল ৷ সবাই জানার অপেক্ষায় ঘটনাটা কী ৷
মেয়ে নাবালিকা হওয়ার সত্ত্বেও তাকে বিয়ে দেওয়া হচ্ছিল (Minor Marriage) ৷ সেই অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয় পাত্র ও পুরোহিতকে । আদালতে নিয়ে আসা হয় পাত্রীকেও ৷ ঘাটাল মহকুমা আদালত পাত্র ও পুরোহিতের 14 দিনের জেল হেফাজতের রায় দিয়েছে (14 days jail custody to groom and priest ) ৷ আর নাবালিকা মেয়েকে পাঠিয়েছে তার বাবা-মায়ের কাছে ।
জানা গিয়েছে, সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অফিসার ইনচার্জ দেবাংশু ভৌমিকের কাছে খবর আসে যে মনসুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর বাসিন্দা সুজিত মণ্ডলের বাড়িতে এক নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে । এই খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে য়ায় পুলিশ । আধিকারিকরা গিয়ে দেখেন 15 বছরের এক নাবালিকা মেয়ের বিয়ের আসর বসেছে । পুলিশ দেখেই রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায় বিয়ের আসরে থাকা উপস্থিত সকলেই । কিন্তু পালাতে পারেনি 15 বছরের নাবালিকা কনে, পাত্র সুরেন্দ্র দলুই ও পুরোহিত স্বপন চক্রবর্তী ।