ক্ষীরপাই, 19 এপ্রিল: রোগী ভর্তি করলেই বাড়ি থেকে আনতে হবে হাতপাখা, ফ্যান । এরকমই পোস্টার পড়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 নম্বর ব্লকের ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । আর তাতেই জল্পনা তৈরি হয়েছিল সরকারি ও প্রশাসনের আধিকারিকদের মধ্যে । তবে সেই সমস্যা মিটল এবং তড়িঘড়ি বুধবার নতুন 11টি পাখা লাগানো হল স্বাস্থ্যকেন্দ্রে ।
স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই ৷ কয়েকদিন আগে এই খবর প্রকাশিত হয়েছিল ৷ তারপরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর । তড়িঘড়ি হাসপাতালে পাখার ব্যবস্থা করে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 নম্বর ব্লকে অবস্থিত ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৷ সেখানে এই গরমেও পর্যাপ্ত পরিমাণে নেই পাখা ৷ তার ফলেই তীব্র গরমে চরম অস্বস্তি বোধ করছিল রোগীরা । এমনই অভিযোগ তুলেছিল রোগীর পরিবারে পক্ষ থেকে । এমনকী হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বাড়ি থেকে আনতে হচ্ছিল পাখা । আর সেই পোস্টার ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এই প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে ।