পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রামে পিকআপ ভ্যান উলটে আহত 11 শ্রমিক

বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে একটি পিকআপ ভ্যানে খড়গপুরের নিমপুরায় যাচ্ছিলেন 11 জন শ্রমিক। তাঁরা ইট তৈরি করেন । যাওয়ার পথে সকাল সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বৈরা গ্রামের কাছে লোধাশুলি-ঝাড়গ্রাম 5 নম্বর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ।

11 laborers were injured
আহত 11 জন লেবার

By

Published : Nov 5, 2020, 3:25 PM IST

ঝাড়গ্রাম, 5 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে ওলটাল পিকআপ ভ্যান। ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে খড়গপুরের নিমপুরা যাওয়ার পথে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনায় আহত 11 জন শ্রমিক। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থানে ঝাড়গ্রাম পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে একটি পিকআপ ভ্যানে খড়গপুরের নিমপুরায় যাচ্ছিলেন 11 জন শ্রমিক। তাঁরা ইট তৈরি করেন । যাওয়ার পথে সকাল সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বৈরা গ্রামের কাছে লোধাশুলি-ঝাড়গ্রাম 5 নম্বর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি । বৈরা গ্রামের বাসিন্দারা ও ঝাড়গ্রাম থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় থাকা 6 জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জিকাল ওয়ার্ডে ভরতি করা হয়েছে । বাকি 5 জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । আহতদের সঙ্গে কথা বলতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রাম থানার IC পলাশ চট্টোপাধ্যায় ।

আহত এক শ্রমিক বলেন, "হঠাৎ গাড়িটি পালটি খেয়ে গেল। কীভাবে হল বুঝতে পারিনি।"

ABOUT THE AUTHOR

...view details