চন্দ্রকোনা, 28 এপ্রিল:বৃষ্টির সঙ্গে ক্রমাগত বাজ পড়তে থাকায় বৃহস্পতিবার আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরেপ চন্দ্রকোনায় । এদিন মাঠের কাজ সেরে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় স্থানীয় যাদবনগর গ্রামের এক চাষির ৷ মৃতের নাম তাপস পাতর (26)৷ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ পেশায় কৃষক তাপস পাতর মাঠে কৃষিকাজ সেরে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । ফেরার পথে বাজ পড়লে সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি ৷ খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।
অন্যদিকে, এদিনই বাজ পড়ে গুরুতর আহত হন এক মহিলা ৷ তাঁর বাড়ি চন্দ্রকোনা থানার নীলগঞ্জ গ্রামে ৷ আহত মহিলার নাম সম্বরি হেমব্রম ৷ বয়স 42 বছর ৷ স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল নাগাদ গোয়ালঘরের সামনে হঠাৎই বজ্রপাত হয় ৷ তাতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সম্বরি ৷ তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ তবে এই বজ্রপাতের জেরে চারটি ছাগল মারা গিয়েছে বলে আহত মহিলার পরিবারের তরফে জানানো হয়ে । বহুদিন পর বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ৷ আর এদিন বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই একনাগাড়ে বজ্রপাত হতে থাকে ৷ তাতেই চন্দ্রকোনার এই দুই জায়গায় দুটি দুর্ঘটনা ঘটে যায় ৷ যার জেরে এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷