আসানসোল, 11 সেপ্টেম্বর : পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হল এক যুবককে । ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর শহরে একটি পেট্রোল পাম্পের কাছে । মৃতের নাম শাহবাজ আলম (25) । বাড়ি বরাকর ফাঁড়ি রোডে । ঘটনার পিছনে মাদকচক্রের যোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ খতিয়ে দেখছে পুলিশ ৷
শুক্রবার ভরসন্ধ্যায় বরাকর পেট্রোল পাম্পের কেউ বা কারা শাহবাজকে লক্ষ্য করে গুলি চালায় । গুরুতর আহত অবস্থায় শাহবাজকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয় । গুলি লেগে শাহবাজের মাথায় গুরুতর ক্ষত তৈরি হয় বলে জানায় হাসপাতাল ৷ আজ শাহবাজের ময়নাতদন্ত হবে ।
কিন্তু কেন এই খুন তার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে । শাহবাজের বাবা সাবির আলম বলেন, "আমার ছেলে মোবাইল সারানোর কাজ করত । ইদানিং সেসব ছেড়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিল । ছেলে অসৎ সঙ্গে চলে যাচ্ছে দেখে মানাও করেছিলাম । কাজ করতে বলেছিলাম । আজ সন্ধ্যায় বন্ধুরাই ওকে ডেকে নিয়ে যায় । পরে জানতে পারি ছেলের দুর্ঘটনা ঘটেছে । হাসপাতালে পৌঁছে জানতে পারি, আমার ছেলেকে মাথায় গুলি করা হয়েছে । ওর বন্ধুরাই ওকে মেরেছে ।"