পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shot dead : বরাকরে খুন যুবক, নেপথ্যে মাদক চক্র ? - বরাকরে শুট আউট, নেপথ্যে কি মাদক চক্র ?

আসানসোলের বরাকরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ৷ এর পিছনে মাদকচক্র রয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

বরাকরে শুট আউট, নেপথ্যে কি মাদক চক্র ?
বরাকরে শুট আউট, নেপথ্যে কি মাদক চক্র ?

By

Published : Sep 11, 2021, 7:51 AM IST

Updated : Sep 11, 2021, 9:00 AM IST

আসানসোল, 11 সেপ্টেম্বর : পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হল এক যুবককে । ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর শহরে একটি পেট্রোল পাম্পের কাছে । মৃতের নাম শাহবাজ আলম (25) । বাড়ি বরাকর ফাঁড়ি রোডে । ঘটনার পিছনে মাদকচক্রের যোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ খতিয়ে দেখছে পুলিশ ৷

শুক্রবার ভরসন্ধ্যায় বরাকর পেট্রোল পাম্পের কেউ বা কারা শাহবাজকে লক্ষ্য করে গুলি চালায় । গুরুতর আহত অবস্থায় শাহবাজকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয় । গুলি লেগে শাহবাজের মাথায় গুরুতর ক্ষত তৈরি হয় বলে জানায় হাসপাতাল ৷ আজ শাহবাজের ময়নাতদন্ত হবে ।

কিন্তু কেন এই খুন তার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে । শাহবাজের বাবা সাবির আলম বলেন, "আমার ছেলে মোবাইল সারানোর কাজ করত । ইদানিং সেসব ছেড়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিল । ছেলে অসৎ সঙ্গে চলে যাচ্ছে দেখে মানাও করেছিলাম । কাজ করতে বলেছিলাম । আজ সন্ধ্যায় বন্ধুরাই ওকে ডেকে নিয়ে যায় । পরে জানতে পারি ছেলের দুর্ঘটনা ঘটেছে । হাসপাতালে পৌঁছে জানতে পারি, আমার ছেলেকে মাথায় গুলি করা হয়েছে । ওর বন্ধুরাই ওকে মেরেছে ।"

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বরাকরে মাদক চক্র গড়ে উঠেছে । একটি নির্মীয়মাণ বাড়িতে বসত ড্রাগের আসর । অচেনা লোকজনেরও সেখানে যাতায়াত ছিল ৷ শাহবাজেরও নাকি সেখানে যাতায়াত ছিল । স্থানীয়দের দাবি, ড্রাগের নেশার কারণেই খুন হতে হয়েছে শাহবাজকে ।

গুলিচালনার পিছনে মাদকচক্র রয়েছে বলেই দাবি স্থানীয়দের

ঘটনার পরই বরাকর পেট্রোল পাম্প এলাকা, ফাঁড়ি রোডে পুলিশে ছেয়ে যায় । ঘটনাস্থলে যান এডিসি (পশ্চিম) অভিষেক মোদি, এসিপি (কুলটি) ওমর আলি মোল্লা-সহ অন্য পুলিশ আধিকারিকরা । নামানো হয় কমব্যাট ফোর্স । যে নির্মীয়মাণ বাড়িতে ড্রাগস সেবনের অভিযোগ উঠছে, পুলিশ সেখানেও যায় তদন্ত করতে ।

এডিসি (পশ্চিম) অভিষেক মোদি জানান, তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত সূত্র উঠে আসবে । যদিও এই খুনের কারণ মাদক না অন্যকিছু তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয় । ডিসি জানান, সবদিকেই নজর রেখে তদন্ত চলছে ।

আরও পড়ুন : Gang War : জেল থেকে ছাড়া পেতেই গ্য়াংস্টারকে লক্ষ্য করে গুলি, ধৃত 26 দুষ্কৃতী

Last Updated : Sep 11, 2021, 9:00 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details