পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তপাতের দুঃসহ স্মৃতি ভুলে রামনবমীতে রক্তদান আসানসোলে - কোরোনা

কোরোনার জেরে এবছর রামনবমীর সেই ভয়াবহতা থেকে কার্যত মুক্তি পেল আসানসোলবাসী । অনেকটা বিষে বিষে বিষক্ষয়ের মতো । কারণ এই কোরোনা আতঙ্কেই এবছর পালিত হয়নি রামনবমী ।

Blood Donation
রক্তদান

By

Published : Apr 3, 2020, 9:49 AM IST

আসানসোল, 3 এপ্রিল : রামনবমী তাদের কাছে বাজে স্বপ্নর মতোই । কারণ এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে নিজেদের এলাকাকে রণক্ষেত্রে পরিণত হতে দেখেছিল রানিগঞ্জ, আসানসোলবাসী । রক্তক্ষয় হয়েছিল অনেকের । তবে, কোরোনার জেরে এবছর রামনবমীর সেই ভয়াবহতা থেকে কার্যত মুক্তি পেল আসানসোলবাসী । অনেকটা বিষে বিষে বিষক্ষয়ের মতো । কারণ এই কোরোনা আতঙ্কেই এবছর পালিত হয়নি রামনবমী । অন্যদিকে কোরোনা সংক্রমণ প্রতিরোধে রক্তদান শিবির না হওয়ায় ব্লাডব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে । তাই সেই সংকট দূর করতে এই রামনবমীর দিনেই ছোটো ব্লাড ক্যাম্প করে রক্তদান শিবির করলেন আসানসোলের যুবকরা ।

দু'বছর আগে এই আসানসোল-রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি হয় । বোমায় হাত উড়ে যায় ডেপুটি পুলিশ কমিশনারের । প্রাণ হারায় বেশকিছু মানুষ । পরে এই অশান্তি ছড়িয়ে পড়ে বরাকর ও অন্যান্য অঞ্চলে । তাই এবছর রামনবমীকে ঘিরে যাতে কোনওরকমের অশান্তি না ছড়ায় তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ । তবে, শেষ পর্যন্ত কিছুই করতে হয়নি পুলিশকে । সবকিছু শান্ত করে দিয়েছে কোরোনা আতঙ্ক । কোরোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ করে দেওয়া হয়েছে রামনবমীর উৎসব । পাড়ায় পাড়ায় মন্দিরে পুজো হলেও কোথাও কোনও জমায়েত নেই ।

অন্যদিকে কোরোনার জন্য এবছর কোথাও সেরকমভাবে রক্তদান শিবির হয়নি । ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে । তাই যেদিনে আসানসোলবাসী রক্তপাতের সাক্ষী হয়েছিল সেই রামনবমীর দিনেই রক্তদানের আয়োজন করা হল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের তরফে । কোনওভাবে যাতে জমায়েত না হয় তাই গতকাল তারা ছোটো ক্যাম্প করে রক্তদানের ব্যবস্থা করে । সংগঠনের তরফে সুপ্রতীক মুখার্জি বলেন, "রামনবমীর দিন অন্যান্য বছর যেখানে আখড়া বা মন্দিরে থাকতাম । এবছর সেসব নেই । আর তাই আমরা সব ধর্মের বন্ধুরা মিলে রক্তদানের আয়োজন করেছি । আমরা এভাবেই রামনবমীতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানালাম ।"

ABOUT THE AUTHOR

...view details