পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

20 কেজি বিস্কুটের রাম মন্দির, ছোটনের তৈরি কাজ থাকবে ইসকনে

Ram Mandir Made by Biscuits: আঠা দিয়ে বিস্কুট জোড়া লাগিয়ে আস্ত রাম মন্দির বানিয়েছেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ৷ তাঁর এই কাজ নিজেদের সংগ্রহে রাখবে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ ৷

Etv Bharat
বিস্কুটের তৈরি রাম মন্দির

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:53 AM IST

20 কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করলেন দুর্গাপুরের যুবক

দুর্গাপুর, 16 জানুয়ারি: বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে তাক লাগালেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ৷ প্রায় 20 কেজি বিস্কুট দিয়ে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন তিনি ৷ দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহ ধরে এই কাজ করেছেন ৷

তবে শুধু রাম মন্দির নয়, এর আগে 10 সিটের সৌরশক্তি দ্বারা পরিচালিত ব্যাটারিচালিত বাইক তৈরি করেছেন তিনি ৷ সম্প্রতি চন্দ্রযান ও সৌরযান তৈরি করেছিলেন । আর এবার একেবারে 20 কেজি বিস্কুট দিয়ে নিজের হাতে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করলেন ৷ ছোটনের বিস্কুটের তৈরি এই মন্দির অবশ্য ইসকন কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে ৷

ছেলেবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে ৷ ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করতেন তিনি ৷ এছাড়াও ফুলের কাজও ভালোই করত ৷ তবে আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে ৷ অনুষ্ঠান বাড়িতে ফুল সাজিয়ে এখন পেট চলে ছোটনের ৷ সংসারের যাবতীয় খরচ আজ নিজেই কাঁধেই নিয়েছে ৷ বড় ভাই আর্থিকভাবে একটু দুর্বল ৷ তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু করে যাবতীয় খরচ নিজেই করেন ছোটন ৷

একটু আলাদা কিছু করার ইচ্ছে থেকেই বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করা ৷ ছোটন জানান, প্রথমে 6 জনের বসার মতো সোলার ব্যাটারি দিয়ে চালিত বাইক তৈরি করেছিলেন ৷ তারপর পুরনো গাড়ির ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে একেবারে 10 সিটের সোলার প্যানেল দিয়ে ব্যাটারি বাইক তৈরি করেছেন ৷ এছাড়াও চন্দ্রযান ও সৌরযান শেষে বিস্কুট দিয়ে নিজের হাতে তৈরি করেছেন অযোধ্যার রাম মন্দির ৷

ছেলের এই সৃষ্টি নজর কেড়েছে সকলের ৷ এতে স্বাভাবিকভাবেই খুশি ছোটনের মা ৷ তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক ।

আরও পড়ুন :

  1. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  2. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে
  3. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা

ABOUT THE AUTHOR

...view details