জামুড়িয়া, 14 মে : বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৷ সেখানে হাতাহাতি থামাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের । মৃতের নাম হারান রবি চৌধুরী (29) । গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দু'জন । ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার বাগডিহা গ্রামে (Clash between Catering staff and Relatives in Jamuria) ।
শুক্রবার রাতে ওই বউভাতের অনুষ্ঠান ছিল । তাতে যোগ দিতে বর্ধমান থেকে এসেছিলেন আত্মীয়রা । সেই অনুষ্ঠানেই খাবার পরিবেশন নিয়ে ক্যাটারিং কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় । বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'পক্ষ । অন্যদিকে হাতাহাতি থামাতে গিয়ে লাঠির আঘাতে গুরুতর জখম হন হারান রবি চৌধুরী । আহত হন ওই পরিবারের আরও দু'জন । তড়িঘড়ি তাঁদের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা রবিকে মৃত বলে ঘোষণা করেন ।