কাঁকসা, 18 মার্চ : কাঁকসার অযোধ্যা থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । মৃতের নাম কাজলচন্দ্র রুইদাস । পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে কাজলকে ।
কাজলের বাড়ি দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের রায়ডাঙায় । বছরখানেক হল,পাড়ার মন্টু রুইদাসের কাছে লোহার গ্রিল,গেট তৈরির কাজ করত কাজল । সেই সূত্রে গত ছ'মাস মন্টুর বাড়িতেই থাকত সে । আজ সকালে মন্টু রুইদাস ঘুম থেকে উঠে দেখে ঘরে ঝুলছে কাজলের দেহ । খবর দেওয়া হয় কাঁকসা থানায় । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । পরে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । কাজলের পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয় । মন্টুর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে খুন করা হয়েছে কাজলকে।