দুর্গাপুর, 7 ডিসেম্বর: কলকাতার একহোটেলের নীচ থেকে দুর্গাপুরের সুমন্ত ঘোষের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় আজ সকালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় (Youth Dead Body In Kolkata)। দুর্গাপুরের সুমন্তর রহস্যময় মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি (Borough Chairman demand investigation) জানালেন দুর্গাপুর পৌরনিগমের 2 নম্বর বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন 54 ফুট এলাকায় সুমন্তর শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ৷ সান্ত্বনা দেন সুমন্ত ঘোষের স্ত্রীকে ৷ দেন পাশে থাকার বার্তাও । দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তর শ্বশুরবাড়িতে ৷ কথা বলেন পরিবারের সঙ্গে।
দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতীতে থাকতেন সুমন্ত ৷ মাস ছয়েক হল কলকাতার একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন ৷ ইতিমধ্যেই দুর্গাপুরে যুবকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।