প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর কর্মসূচি যুব কংগ্রেসের দুর্গাপুর, 28 মে: নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে রবিবার। সেই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে । তারই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি । নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি বিরোধী বহু রাজনৈতিক দল ।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম-আদমি পার্টি-সহ বিরোধীরা এই ইস্যুতে কার্যত কোণঠাসা করতে চাইছে কেন্দ্রের শাসকদলকে । ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে কংগ্রেস। রবিবাসরীয় সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতির কাইজার লেন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে জাতীয় কংগ্রেস । এলাকার একাধিক কংগ্রেস কর্মী সমর্থকরা-সহ কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
পাশাপাশি আদানিকাণ্ড নিয়েও সরব হন কংগ্রেস কর্মী সমর্থকরা । 10টি প্রশ্ন পোস্ট কার্ডে ছাপিয়ে সেই পোস্টকার্ডগুলিতে স্বাক্ষর সংগ্রহ করা হয় । জানা গিয়েছে, স্বাক্ষরিত পোস্টকার্ডগুলি পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে । সেই প্রশ্নের উত্তর দিতে হবে প্রধানমন্ত্রীকে। সারা দেশজুড়েই একই কর্মসূচি চলছে বলেও দাবি করেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর ।
আরও পড়ুন:মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতেই কি অভিষেকের নবজোয়ার ?
পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় যুব কংগ্রেস কর্মীরা এই পোস্টকার্ডগুলিতে আমজনতার স্বাক্ষর করিয়ে তা পাঠাবে প্রধানমন্ত্রীর কাছে ৷ এমনটাই জানালেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি আরও বলেন, "আমাদের জেলা থেকে যুব কংগ্রেসকর্মীরা দশটি প্রশ্নমালা সম্বলিত 30 হাজার পোস্ট কার্ড নরেন্দ্র মোদির কাছে পাঠাবে । নরেন্দ্র মোদি বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। রাহুল গান্ধির প্রশ্নের উত্তর তিনি সংসদে দেননি । সাংবাদিকদের কাছে তিনি কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না । তাই যুব কংগ্রেসকর্মীরা এই দশটি প্রশ্নমালা নিয়ে নরেন্দ্র মোদির কাছে জবাব চাইছে ।" এই আন্দোলন সারা দেশজুড়ে চলবে বলেও জানান কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ।