পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Firearms Recovered: বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ দুর্গাপুরে গ্রেফতার যুবক - আগ্নেয়াস্ত্র

হুগলির পাণ্ডুয়ায় শ্যুট-আউটের ঘটনার মূল অভিযুক্ত চাষিপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় ৷ এরপরে আরও একজন বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ওই এলাকা থেকে গ্রেফতার হয়েছে (Illegal Firearms Recovered) ৷

Youth arrested with illegal firearms ETV Bharat
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

By

Published : Feb 23, 2023, 9:51 PM IST

দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি: ফের আগ্নেয়াস্ত্র-সহ দুর্গাপুর থানার ভিড়িঙ্গি বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার যুবক (Youth arrested with illegal firearms) । ধৃত যুবকের নাম বিকাশ রজক ৷ তিনি বিহারের রাজগীর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি থেকে ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । বেশ কয়েক বছর ধরে দুর্গাপুরের ভিড়িঙ্গি চাষিপাড়া এলাকায় বিকাশ রজক আত্মীয়র বাড়িতে মাঝেমধ্যে আসতেন বলে পুলিশ সূত্রের খবর ।

চাষিপাড়া এলাকায় মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে হুগলির পাণ্ডুয়ায় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত সুরজ সিংকে গ্রেফতার করে পুলিশ । সেই অভিযানের পর বিকাশ রজক নামের ওই যুবক চাষিপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারের উদ্দেশ্য যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ তিনি বিহারে যাওয়ার জন্য ভিড়িঙ্গি এলাকায় বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন । তারই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ হানা দেয় । গ্রেফতার করা হয় ওই যুবককে । বাজেয়াপ্ত করা হয় সাত রাউন্ড কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র । পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বিগত কিছুদিন ধরে চাষিপাড়া এলাকা থেকে একের পর এক দুষ্কৃতী গ্রেফতার হওয়ায় প্রশাসনিক মহলেও চিন্তার ভাঁজ পড়েছে । ধৃত বিকাশ রজককে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ । সুরজ সিংয়ের পর চাষিপাড়া এলাকাতেই গোপন আস্তানায় থাকতে শুরু করেছিল বিকাশ রজক । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে চাষিপাড়া এলাকা কী দুষ্কৃতীদের অবাধ স্বর্গরাজ্য ?

দুর্গাপুরের ডিটিপিএস, ওয়ারিয়া প্রভৃতি অঞ্চলের দিকে বাড়তি নজরদারি চালানোর কথা অনেকেই বলছেন । ভিন জেলা বা রাজ্য থেকে অপরাধমূলক কাজকর্ম করে এই এলাকাগুলিতেই আত্মগোপন করে থাকছেন দুষ্কৃতীরা, এমন প্রমাণ কিন্তু এবার মিলল । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পুর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, সারা দুর্গাপুর জুড়ে পুলিশ নজরদারি চালাচ্ছে । আর তার ফল মিলছে হাতেনাতে। যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ বলে তিনি জানান । কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এই এলাকায় ছিল, তা জানতে চাওয়া হবে । আরও কারা কারা আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় কোথায় রয়েছে দেশে, তা নিয়ে পুলিশের ধারাবাহিক তল্লাশি চলছে ।

আরও পড়ুন:পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি, আটক এক

ABOUT THE AUTHOR

...view details