পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে খুন যুবক, গ্রেপ্তার বন্ধু - Durgapur news

সূত্রের খবর, তাঁদের মধ্যে তর্কাতর্কি হয় । এরপর সুবোধ বাইক নিয়ে বাড়ি যেতে চাইলে গুরজিন্দর পিছন থেকে তাঁর গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ ।

A young man murdered in Durgapur
দুর্গাপুরে খুন এক যুবক, গ্রেপ্তার ঘনিষ্ঠ বন্ধু

By

Published : Oct 27, 2020, 5:48 PM IST

দুর্গাপুর, 27 অক্টোবর : দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাাকায় নবমীর রাতে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে । কিন্তু কেন এই খুন ? দুই বন্ধুর মধ্যে কি পুরনো ঝামেলা রয়েছে ? তার জেরেই কি বন্ধুকে খুন করল গুরজিন্দর সিং ?

নবমীর রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ABL টাউনশিপের ডাকঘরের পাশেই একটি ফুটবল মাঠে গুরজিন্দর সিং তাঁর বন্ধু সুবোধ প্রসাদ রায়ের সঙ্গে বসে গল্প করছিল । সঙ্গে ছিল আরও কয়েকজন । সূত্রের খবর, তাঁদের মধ্যে তর্কাতর্কি হয় । এরপর সুবোধ বাইক নিয়ে বাড়ি যেতে চাইলে গুরজিন্দর পিছন থেকে তাঁর গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ । ABL টাউনশিপের LR টাইপের বাসিন্দারা সুবোধের রক্তাক্ত দেহ সেই রাতেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

দুর্গাপুরে খুন এক যুবক, গ্রেপ্তার ঘনিষ্ঠ বন্ধু

মৃতের পরিবারের দাবি, ABL টাউনশিপ সংলগ্ন সূর্য সেন কলোনির বাসিন্দা গুরজিন্দর সিং সুবোধকে খুন করেছে । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা ।

সুবোধের গলায় গভীর ক্ষত রয়েছে । পুলিশ এই সূত্র ধরে তদন্ত শুরু করেছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, "গুরজিন্দর খুনের কথা স্বীকার করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details