দুর্গাপুর, 27 অক্টোবর : দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাাকায় নবমীর রাতে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে । কিন্তু কেন এই খুন ? দুই বন্ধুর মধ্যে কি পুরনো ঝামেলা রয়েছে ? তার জেরেই কি বন্ধুকে খুন করল গুরজিন্দর সিং ?
নবমীর রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ABL টাউনশিপের ডাকঘরের পাশেই একটি ফুটবল মাঠে গুরজিন্দর সিং তাঁর বন্ধু সুবোধ প্রসাদ রায়ের সঙ্গে বসে গল্প করছিল । সঙ্গে ছিল আরও কয়েকজন । সূত্রের খবর, তাঁদের মধ্যে তর্কাতর্কি হয় । এরপর সুবোধ বাইক নিয়ে বাড়ি যেতে চাইলে গুরজিন্দর পিছন থেকে তাঁর গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ । ABL টাউনশিপের LR টাইপের বাসিন্দারা সুবোধের রক্তাক্ত দেহ সেই রাতেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।