দুর্গাপুর, 24 মে: বন্ধুত্ব থেকে প্রেম । তারপর নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ৷ এমনকী 15 বছর বয়সি ওই নাবালিকা এখন অন্ত:স্বত্ত্বা বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের । দুর্গাপুর থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এরপরেই দুর্গাপুর থানার বি-জোন এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক অনিকেত মল্লিককে (20 বছর) । ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্তকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে । নির্যাতিতাকেও দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য ।
জানা গিয়েছে, সাত মাস আগে দুর্গাপুরেরই বাসিন্দা অনিকেতের সঙ্গে ওই নাবালিকার বন্ধুত্ব হয় । এরপর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায় । ওই কিশোরীর অভিযোগ অনুযায়ী, অনিকেত তাকে প্রথমে একদিন তার বাড়িতে ডাকে । সেদিন তার বাড়িতে কেউ ছিল না । সে তাকে জিজ্ঞাসা করেছিল যে তার পরিবারের লোকজনরা কোথায় ? অনিকেত বলে তার মা-বাবা কাজের জন্য বাইরে রয়েছেন । এরপরেই ফাঁকা বাড়িতে অনিকেত তাকে যৌন নির্যাতন করে । শুধু সেদিন নয়, তারপরেও একদিন অনিকেত কিশোরীকে তার মা বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি বলে তাদের ফাঁকা বাড়িতেই নিয়ে যায় । সেদিনও অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ।