পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Young Man and Woman Bodies Found : আসানসোলে রেল লাইনে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - found of bodies of young man and woman on railline

আসানসোল রেল ডিভিশনের সীতারামপুর পশ্চিম কেবিনের সামনে আপ মেইন লাইনে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার (young man and woman bodies found on rail line) ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে রেলপুলিশ।

Found of Bodies of Young Man and Woman
যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার

By

Published : Apr 28, 2022, 1:28 PM IST

আসানসোল, 28 এপ্রিল :রেললাইনে সাত সকালে যুবক-যুবতীর ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুলটির সীতারামপুর এলাকায় (young man and woman bodies found on rail line)।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখতে পান সীতারামপুর পশ্চিম কেবিনের সামনে আপ মেইন লাইনে দুটি মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। এরপর রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এটা কি কোনও দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তার কারণ জানতে রেলপুলিশ তদন্ত করছে ৷

রেল লাইনে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের বয়স আনুমানিক 27 ও যুবতীর বয়স 22। ওই যুবক-যুবতীর পরিচয় কী, তাঁরা কোন জায়গার বাসিন্দা, সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তাঁরা ট্রেন ধরেবন বলেই স্টেশনে গিয়েছিলেন নাকি অন্য কোনও উদ্দেশ্য, তা স্পষ্ট নয় ৷ রেলপুলিশের দাবি, রাতের অন্ধকারে রেললাইন পারাপার করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন ওই যুবক-যুবতী। তবে স্থানীয়দের ধারণা, আত্মহত্যা করেছে ওই যুগল। রেলপুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details