পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Binayak Banerjee বুদ্ধিজীবীর কাজ লেখনীর দ্বারা প্রতিবাদ করা মাঠে নেমে নয়, বললেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক বাগ যুদ্ধে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার নাটক কবিতা উৎসব, গ্রন্থ উৎসব। এপার বাংলা ও ওপার বাংলা কবিতা শিল্পীদের একত্রিত করে নাট্যউৎসব গ্রন্থ প্রকাশ এবং কবিতা উৎসবের আয়োজন করল ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম (National Cold Field Citizens Forum)। সেখানেই উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Chief Advisor Alapan Bandyopadhyay) সহ অন্যান্য সাহিত্যিক ও কবিরা ৷

Writer Binayak Banerjee
ETV Bharat

By

Published : Aug 20, 2022, 11:07 PM IST

দুর্গাপুর, 20 অগস্ট: বাংলার নাটককে এবং বাংলার কবিতা উৎসবকে উৎসাহ দিতে খনি অঞ্চলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর (Chief Minister) মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Chief Advisor Alapan Bandyopadhyay)। অণ্ডালের উখড়া গুলমোহর ক্লাবে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে পৌঁছে গ্রাম বাংলার নাট্য শিল্পকে, কবিতা শিল্পকে এবং ছোট বড় শিল্পীদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

শনিবার সেখানে উপস্থিত হয়ে তিনি বলেন, "এই মেলার মাধ্যমে জনতার উৎসাহ বাড়বে ৷" এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন, সাহিত্যিক বিনায়ক বন্দোপাধ্যায় (Writer Binayak Banerjee), বাংলাদেশের কবি হুমায়ুন কবীর-সহ রাজ্যের বহু কবি ও সাহিত্যিক।

উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সাহিত্যিক ও কবিরা

আরও পড়ুন:আড্ডায় পিতা পুত্র কৌশিক এবং উজান

সাম্প্রতিককালের বহু ঘটনায় বুদ্ধিজীবীদের প্রতিবাদ না দেখে বিরোধী রাজনৈতিক দলগুলি বুদ্ধিজীবীদের সমালোচনায় সরব হয়েছেন (Writer Binayak Banerjee Attends Theatre Festival)। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, "বুদ্ধিজীবীদের কাজ মাঠে নেমে প্রতিবাদ করা নয়। তাঁর কলম দিয়ে প্রতিবাদ করা। কারণ প্রতিদিন সংবাদমাধ্যমে আমরা বহু অঘটনের খবর পায় ৷ প্রতিদিন যদি পথে নেমে আন্দোলন করতে হয় তাহলে আমার প্রতিবাদের মূল মাধ্যম লেখনি তা আমি লিখব কখন ? এমন প্রশ্নই তুললেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়।"

ABOUT THE AUTHOR

...view details