দুর্গাপুর, 7 মে:আজ বিশ্ব হাসি দিবস । জীবনে হাসি ও আনন্দ মানুষের গড় আয়ুকে বাড়িয়ে তোলে ৷ রোগ নিরাময়েও হাসির জুড়ি মেলা ভার ৷ এমনটাই অভিমত চিকিৎসকমহলের । প্রাণ খোলা হাসি মানুষের সব দুঃখ দূর করে ৷ মনের আনন্দে মানুষের সঙ্গে মানুষের হাসিখুশি জীবনযাপন গোটা সমাজের কাম্য । মানুষের ভালো থাকার গুরুত্বপূর্ণ রসদ হল হাসি । আর তাই রবিবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে পড়ুয়া থেকে যুবক-যুবতী এবং প্রৌঢ়রা একত্রিত হয়ে মেতে উঠলেন এই বিশ্ব হাসি দিবসে ।
সারাদিনে কিছুটা সময় মানুষের হাসা দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা । তাই এদিন বিভিন্ন ধরনের হাসি শোনা যায় দুর্গাপুরবাসীদের মুখে । সকাল থেকে চরম উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় হাসি দিবস সেখানে । দুর্গাপুরে বিশ্ব হাসি দিবস উদযাপনের অন্যতম মূল ব্যবস্থাপক প্রণয় রায় ৷ তিনি জানান, মানুষের জীবন ক্রমাগত চাপ বাড়ছে ৷ সেটা সাংসারিক হোক বা অর্থনৈতিক, তা থেকে মুক্তি পেতে হলে প্রাণ খুলে হাসতে হবে । সারা বিশ্বের 120-125 টি দেশে প্রায় 60 হাজার হাসির ক্লাব রয়েছে । এ রাজ্যে তার মধ্যে 200টি হাসির ক্লাব আছে । এই দিনটিকে এই হাসির ক্লাবগুলি সাড়ম্বরে পালন করে ।