রানীগঞ্জ, 12জুন : মুখ্যমন্ত্রী বলেছিলেন, লকডাউনে সমস্ত কর্মীদের বেতন দিতে হবে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করেই শ্রমিকদের প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ উঠল রানীগঞ্জের পেপার মিল কারখানায়।
বকেয়া টাকার দাবিতে আজ রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। বিক্ষোভের জেরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
এক বিক্ষোভকারী শ্রমিক রতন কুমার দে বলেন, "আজ সকাল থেকে বল্লভপুর পেপার মিলের সমস্ত শ্রমিকেরা মিলে বকেয়া বেতনের দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছি । কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের জানানো হয়েছে, কিছু অ্যাডভান্স টাকা দেওয়া হবে । সেই অ্যাডভান্সের টাকা প্রতি মাসে বেতন দেওয়ার সময় কেটে নেওয়া হবে । মালিক কর্তৃপক্ষের এই নিয়ম আমরা মানছি না । আমাদের পুরো টাকাই দিতে হবে, বেতন না দিলে বিক্ষোভ চলবেই।
এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া মেলেনি ।