কাজের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ শ্রমিকদের দুর্গাপুর, 30ডিসেম্বর:বেশ কয়েকদিন ধরে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা ৷ শনিবারও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিল কারখানার গেটের সামনে । সেই সময়েই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায় দুই পক্ষকে ।
বিএমএসের নেতাদের অভিযোগ, ডিটিপিএস (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) কারখানা কর্তৃপক্ষ ভারতীয় মজদুর সংঘের শ্রমিকদের কাজ দেয়নি ৷ কিন্তু তার পরিবর্তে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির 80 জন কর্মীকে কাজ দিয়েছে ৷ এনিয়ে শনিবার সকালে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইর নেতৃত্বে কারখানার সামনে চলছিল বিক্ষোভ। তখনই কারখানার ভিতরে ঢুকতে যায় 80 জন অস্থায়ী শ্রমিক।
তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রাজু বুটের অভিযোগ, কারখানা সম্প্রসারণের কাজে ঠিকাকর্মীরা ঢুকতে গেলে বাধা দেয় বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, ওই শ্রমিকরা কোনও রাজনৈতিক দলের নয় । 4 নম্বর ইউনিট বন্ধের সময় যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা কাজ হারিয়েছিলেন, তাদের মধ্যে 80 জনকে নিয়োগ করা হয়েছে ৷ পালটা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, যদি কর্মচ্যুত তৃণমূল কর্মীরা এই সংস্থায় পুনরায় কাজ করতে পারে তাহলে কেন বিএমএস কর্মীরা পারে না । এরপরই তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে দু-এক কথা নিয়ে বচসা থেকে যা উত্তেজনার সৃষ্টি হয় ৷ দু'পক্ষের স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ধস্তাধস্তিও। পুলিশ গিয়ে কোনওক্রমে সামাল দেয় পরিস্থিতি।
এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "এই কারখানায় তৃণমূল কংগ্রেস একতরফাভাবে লোক নিয়োগ করছে ৷ বিজপির পক্ষ থেকে মাত্র 19 জন কর্মীর নিয়োগের একটি তালিকা দেওয়া হয়েছিল ৷ তার থেকে একজন কর্মীও নিয়োগ হয়নি ৷ যতদিন না নিয়োগ হচ্ছে ততদিন বিক্ষোভ চলবে ৷" রাষ্ট্রায়ত্ত কারখানা (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) নতুন ইউনিট গঠন হওয়া নিয়ে বিধায়কের প্রচ্ছন্ন হুমকি রাজনৈতিক মহলে চাপানউতোর সৃষ্টি করেছে ।
আরও পড়ুন:
- কোলিয়ারির 250 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম সংগৃহিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে
- ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর টেস্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবটরি পুরস্কার পেল আসানসোল জেলা হাসপাতাল
- জামুরিয়ার কারখানায় গলা লোহা ছিটকে আহত 6 শ্রমিক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত 1