দুর্গাপুর, 19 সেপ্টেম্বর : কাজ নেই ৷ কয়েকমাসের বেতনও মেলেনি ৷ তাই বকেয়া বেতন ও কাজের দাবিতে প্রায় 150 জন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঢুকতে দেওয়া হল না কারখানার অন্য চালু ইউনিটের শ্রমিকদের ৷ দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ইন্দো-অ্যামেরিকান মোড়ের বেসরকারি লৌহ ইস্পাত কারখানার ঘটনা ৷
6-7 মাস কাজ নেই, বিক্ষোভ শ্রমিকদের - বিক্ষোভ শ্রমিকদের
নিউটাউনশিপ থানার লৌহ ইস্পাত কারখানার প্রায় 150 জন শ্রমিক বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ কারখানার চালু ইউনিটের শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় ৷
নিউটাউনশিপের লৌহ ইস্পাত কারখানায় মোট তিনটি ইউনিট ছিল ৷ 2018 সালের অক্টোবর মাসে দু'টি ইউনিট নতুন শিল্পগোষ্ঠী অধিগ্রহণ করে ৷ সেখানে নতুন করে লগ্নি করা হয় ৷ অপরদিকে কারখানার আর একটি ইউনিট ধুঁকতে থাকে ৷ প্রায় 150 জন শ্রমিক বেকার হয়ে পড়েন ৷ চালু দু'টি ইউনিটেও তাঁদের কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ তাঁদের 6-7 মাস বেতনও দেওয়া হয়নি ৷ এই বকেয়া বেতন ও কাজের দাবিতেই কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা ৷
শ্রমিকদের বিক্ষোভের ফলে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ৷ কারখানার নতুন শিল্পগোষ্ঠীর দাবি, বিক্ষোভকারীদের ইউনিট তারা নেয়নি ৷ বাকি দু'টি ইউনিট অধিগ্রহণ করা হয়েছে ৷ কারখানার মালিকও এই শ্রমিকদের দায় নিতে চাইছেন না ৷ সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷