দুর্গাপুর, 10 নভেম্বর : চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল শিশুসহ মহিলা ও এক কিশোর ৷ দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ রবীন্দ্রপল্লি এলাকার ঘটনা ৷
চুরি করতে গিয়ে দুর্গাপুরে ধৃত মহিলা ও কিশোর - incident of theft
স্মার্টফোন, টাকা, ATM কার্ড, বাইকের চাবি নিয়ে চম্পট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ওই কিশোর ৷
সকাল 8 টা নাগাদ এলাকার বাসিন্দা DSP কর্মী অরিন্দম মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে ওই কিশোর ৷ পরিবারের সদস্যরা সেই সময় দোতলার ঘরে ছিলেন ৷ স্মার্টফোন, টাকা, মানিব্যাগ, ATM কার্ড, গুরুত্বপূর্ণ নথি সহ বাইকের চাবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল ওই কিশোর ৷ সেই সময় তাকে দেখে ফেলেন অরিন্দমবাবু ৷ হাতেনাতে ওই কিশোরকে ধরে ফেলেন তিনি ৷ বাইরে বেরিয়ে দেখেন, কোলে শিশু সহ এক মহিলা বাড়ির বাইরে পাহারা দিচ্ছে ৷ দেখতে পেয়ে ওই কিশোরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও করে সে ৷
পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই মহিলা ও কিশোরকে আটক করে নিয়ে গেছে ৷