আসানসোল, 7 জানুয়ারি: মহিলা লটারি কেটে কোটি টাকা জিতলেন ৷ স্বভাবতই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ আসানসোলের ধাদকা প্রেমনগর এলাকার বাসিন্দা লটারি বিজেতা ওই মহিলার নাম পুতুল হাঁড়ি ৷ বিস্ময়ের আরও বাকি ৷ তিনি অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেন (Women maid wins crore in lottery in Asansol Paschim Bardhaman) ৷
শুক্রবার 1 কোটি টাকার লটারি জিতেছেন পুতুল দেবী ৷ লটারিতে কোটি টাকা হাতে এলেও তিনি নিজের কাজ ছাড়তে চান না ৷ পুতুল দেবী জানালেন, তিনি যেমন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, তেমন ভাবেই কাজ চালিয়ে যেতে চান । আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকা প্রেমনগর এলাকার বাসিন্দা পুতুল হাঁড়ি। স্বামী সামান্য দিনমজুরির কাজ করেন ৷ সংসারে আয় অল্প ৷ তার উপর ছেলে অসুস্থ ৷ ছেলের চিকিৎসা-সহ নানাবিধ কারণে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যেতেন তাঁরা ৷ তাই বাড়তি রোজগারের আশায় পরিচারিকার কাজ বেছে নিয়েছিলেন পুতুল দেবী ৷
কাজ করলেও সংসারের অভাব মিটত না ৷ মেয়ের বিয়ে ও ছেলের চিকিৎসার খরচে প্রচুর ঋণের বোঝা চেপেছে মাথায় ৷ পাশাপাশি নিজেদের ছোট্ট বাড়িটিকেও সারাতে পারেননি ৷ তাও স্বপ্ন দেখতেন, যদি কখনও এদিন জীবনটা বদলায় ৷