পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women Wins Lottery: লটারিতে কোটি টাকা ! তবুও কাজ ছাড়তে নারাজ পরিচারিকা পুতুল - লটারি কেটে কোটি টাকা

তিনি বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে দিন গুজরান করেন ৷ সংসারে অসুখ, অভাব লেগে আছে ৷ তার মধ্যে লটারিতে কোটি টাকা জিতেছেন পুতুল হাঁড়ি (Asansol Woman wins lottery ticket) ৷

Lottery Ticket
লটারি বিজেতা পুতুল হাঁড়ি

By

Published : Jan 7, 2023, 1:16 PM IST

লটারিতে কোটি টাকা জিতেছেন আসানসোলের পুতুল হাঁড়ি

আসানসোল, 7 জানুয়ারি: মহিলা লটারি কেটে কোটি টাকা জিতলেন ৷ স্বভাবতই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ আসানসোলের ধাদকা প্রেমনগর এলাকার বাসিন্দা লটারি বিজেতা ওই মহিলার নাম পুতুল হাঁড়ি ৷ বিস্ময়ের আরও বাকি ৷ তিনি অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেন (Women maid wins crore in lottery in Asansol Paschim Bardhaman) ৷

শুক্রবার 1 কোটি টাকার লটারি জিতেছেন পুতুল দেবী ৷ লটারিতে কোটি টাকা হাতে এলেও তিনি নিজের কাজ ছাড়তে চান না ৷ পুতুল দেবী জানালেন, তিনি যেমন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, তেমন ভাবেই কাজ চালিয়ে যেতে চান । আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকা প্রেমনগর এলাকার বাসিন্দা পুতুল হাঁড়ি। স্বামী সামান্য দিনমজুরির কাজ করেন ৷ সংসারে আয় অল্প ৷ তার উপর ছেলে অসুস্থ ৷ ছেলের চিকিৎসা-সহ নানাবিধ কারণে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যেতেন তাঁরা ৷ তাই বাড়তি রোজগারের আশায় পরিচারিকার কাজ বেছে নিয়েছিলেন পুতুল দেবী ৷

কাজ করলেও সংসারের অভাব মিটত না ৷ মেয়ের বিয়ে ও ছেলের চিকিৎসার খরচে প্রচুর ঋণের বোঝা চেপেছে মাথায় ৷ পাশাপাশি নিজেদের ছোট্ট বাড়িটিকেও সারাতে পারেননি ৷ তাও স্বপ্ন দেখতেন, যদি কখনও এদিন জীবনটা বদলায় ৷

আরও পড়ুন: ঘনিষ্ঠ কাউন্সিলর মারফৎ নূরের থেকে টিকিট নেন অনুব্রত, বিস্ফোরক দাবি লটারি বিক্রেতার

সেই আশায় মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন পুতুল হাঁড়ি ৷ শুক্রবার মাত্র 30 টাকা দিয়ে 5টি লটারির টিকিট কেটেছিলেন পুতুল দেবী ৷ আর তাতেই বদলে গেলে সবকিছু ৷ বিকেলের পরে জানতে পারেন তাঁর টিকিটে তিনি এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন । এরপরে পুলিশের দ্বারস্থ হন পুতুল দেবী । কোটি টাকার লটারি পেয়ে পুতুল দেবী বলেন, "কেমন যেন স্বপ্নের মতো লাগছে ৷ অনেক বড় পাথরের বোঝা যেন মাথা থেকে নেমে গেল ৷"

কী করবেন এক কোটি টাকা নিয়ে ? পুতুল দেবী বললেন, "আমাদের প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছে ৷ সেই ঋণ আগে শোধ করতে হবে ৷ ছেলের অসুস্থতার চিকিৎসা করাব ৷ আর আমাদের ছোট্ট টালির বাড়ি ৷ সেখানে কোনও আত্মীয় আসতে চান না ৷ বাড়িটা মেরামত করব । একটু বড় করব ৷" এত টাকা জিতলেন, তারপরও কি আগামী দিনে পরিচারিকার কাজ চালিয়ে যাবেন পুতুল দেবী ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কেন করব না ? আমি ওই কাজ চালিয়ে যেতে চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details