দুর্গাপুর, 7 জুন: স্বামীর নৃশংসতার শিকার হওয়া কেতুগ্রামের নার্সিং স্টাফ রেণু খাতুনের সঙ্গে মঙ্গলবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷ এদিন মহিলা কমিশনের চারজনের প্রতিনিধিদলও এদিন হাসপাতালে যায় (Women Commission representatives meet Renu Khatun) ৷ সদ্য নার্সিংয়ের সরকারি চাকরি পেয়েছিলেন রেণু ৷ কিন্তু ডান হাত বাদ চলে যাওয়ায় সেই কাজ রেণু আর করতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত ৷ এই চাকরি সে করতে না-পারলেও যাতে অন্য সরকারি চাকরি পায় তার জন্য রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কছে তাঁরা আবেদন করবেন বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷
বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেণু । মনের জোরে সে এদিনই বাঁ-হাত দিয়ে লেখা অভ্যাস শুরু করেছে ৷ তাঁর এখনও ইচ্ছে নার্সিংয়ের যে সরকারি চাকরি পেয়েছে, তাই করার ৷ রেণু খাতুনের সঙ্গে কথা বলার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, মানসিকভাবে ঠিক রয়েছেন রেণু ৷ তাঁর সঙ্গে কথা বলার পর একটি রিপোর্ট সমাজকল্যাণ দফতরে জমা দেওয়া হবে ৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মহিলা কমিশনের সদস্যদের ৷