আসানসোল, 15 অগাস্ট : 75তম স্বাধীনতা দিবসে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল জাতীয় পতাকা উত্তোলন করলেন। জেলার সদর দফতরে আসানসোলে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন জেলাশাসক।
এদিন জেলাশাসক আবাস যোজনায় বাড়ি প্রদান, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, দুয়ারে সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। জেলাশাসক বিভু গোয়েল উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতেও দারুণ ভাবে জেলায় 100 দিনের কাজ পালিত হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলায় 1 লাখ 42 হাজার 420 জনকে জবকার্ড বিতরণ করা হয়েছে। 16 লক্ষেরও বেশি কর্মদিবস পালিত হয়েছে। 100 দিনের কাজে কর্ম বিতরণের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। 52 শতাংশ কর্মদিবস মহিলাদেরই বণ্টন করা হয়েছে।
জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক আরও পড়ুন : Suicide Durgapur : সুদখোরদের দাপটে আত্মহত্যা কলেজ পড়ুয়ার, অভিযুক্তের দোকান ভাঙচুর
আগামীদিনেও আরও উন্নয়নের শিখরে পৌঁছাবে পশ্চিম বর্ধমান জেলা। স্বাধীনতা দিবসে এমনই ঘোষণা করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক।