অন্ডাল, 27 জুন : আট দিন পরও নিখোঁজ ধসে তলিয়ে যাওয়া মহিলা । আসানসোলের অন্ডালের ECL-র জামবাদ খোলামুখ কয়লা খনি এলাকার ঘটনা । আট দিন আগে এলাকার একটি বাড়ি আচমকাই ধসে তলিয়ে যায় । বাড়ির অন্য সদস্যরা বেরোতে পারলেও আটকে পড়েন এক মহিলা । তাঁর নাম শাহানাজ খাতুন।
8 দিন পরেও নিখোঁজ ধসে তলিয়ে যাওয়া মহিলা - Andal
অন্ডালের ECL-র জামবাদ খোলামুখ কয়লাখনি এলাকায় ধসে তলিয়ে যান এক মহিলা । ঘটনার পর কেটে গেছে আট দিন । কিন্তু, এখনও সেই মহিলার খোঁজ পাওয়া যায়নি ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর ধস সরিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে ক্ষতিগ্রস্ত স্কুটার,বাসনপত্র থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র। তবে, খোঁজ মেলেনি ওই মহিলার। নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি চলাচ্ছে ECL কর্তৃপক্ষ। বড় বড় মেশিন দিয়ে মাটি কেটে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ।
স্থানীয় বাসিন্দা হেমন্ত সিং বলেন, "আট দিন আগে ECL-এর জামবাদ খোলামুখ কয়লা খনি এলাকায় ধস নামে। ধসে মাটির নিচে তলিয়ে যায় একটি বাড়ি । বাড়ির সঙ্গে তলিয়ে যান শাহনাজ খাতুন নামে এক মহিলা । এছাড়াও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । চারিদিকে বিশাল আকারের ফাটল ধরতে শুরু করে । এরপর ECL কর্তৃপক্ষ উদ্ধারের কাজ শুরু করে । গত আট দিন ধরে চলছে উদ্ধারকাজ । কিন্তু আট দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ওই মহিলার ।"