পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউদিকে কুপিয়ে খুন করেছি, পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার অভিযুক্ত দেওরের - Murder

Asasnol Murder Case: নিজের স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে এসে বঊদিকে খুন করল যুবক ৷ স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ৷ গ্রেফতার অভিযুক্ত দেওর ৷ পুলিশের দাবি, অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

Etv Bharat
বৌদিকে খুন করায় ধৃত দেওরকে নিয়ে যাচ্ছে পুলিশ

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:05 AM IST

Updated : Dec 31, 2023, 8:26 AM IST

খুনের ঘটনায় প্রতিবেশীর বক্তব্য

আসানসোল, 31 ডিসেম্বর: ধারালো অস্ত্র দিয়ে বউদিকে কুপিয়ে 'খুন' দেওরের । শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকায় । অভিযুক্ত দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছে দেওর। মৃতের নাম মণি মণ্ডল (30)। অভিযোগ, শনিবার বিকেলে বাড়িতেই বউদিকে কুপিয়ে হত্যা করে দেওর ভোলু রাউত । স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । রবিবার মৃতের ময়নাতদন্ত হবে আসানসোল জেলা হাসপাতালে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের দিলদার নগর এলাকায় মন্টু রাউত এবং তার ভাই ভোলু রাউতের পরিবার একসঙ্গে থাকত । চাকরি সূত্রে মন্টু প্রায়শই বাইরে থাকে । কিন্তু সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানান স্থানীয়রা । দু'দিন আগে অশান্তি চরমে উঠেছিল । শনিবার কাজের কারণে মন্টু বাড়িতে ছিলেন না ।

এদিন দুপুরেই স্ত্রী ও বাচ্চাদের শ্বশুরবাড়িতে রেখে আসে ভোলু । বাড়িতে মন্টুর স্ত্রী এবং তার সন্তানরা ছিল । বিকেলে ভোলু বাড়ি ফেরার পরই প্রতিবেশীরা আর্তনাদ শুনতে পান । তাঁরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মন্টুর স্ত্রী মণি । তার গোটা শরীরে এলোপাথারি ছুরি মারা হয়েছে। আর ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে ভোলু । চিৎকার শুনে পড়শিরা ছুটে আসেন। এরপর প্রতিবেশীরাই তাকে নিরস্ত্র করে ধরে ফেলে । খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায় ৷ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। ভোলুর হাতেও চোট থাকায় তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ।

অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় মণি মণ্ডলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, পারিবারিক বিবাদের জেরে বউদিকে খুন করেছে ভোলু । গোটা পরিবারই এর সঙ্গে জড়িত ৷ এদিকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ভোলু খুনের কথা স্বীকার করেছে । তবে ঠিক কী কারণে খুন করেছে তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Last Updated : Dec 31, 2023, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details