পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

20 বছর আগে হারিয়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দিল কোরোনা - corona virus

20 বছর আগে সামান্য কথা কাটাকাটি হয়েছিল দু'জনের মধ্যে । তারপর বেরিয়ে গেছিলেন সুরেশ । আর কোনও খোঁজ মেলেনি । এবার কোরোনাই তাঁকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল ।

কোরোনা ফিরিয়ে দিল ২০ বছর আগে হারিয়ে যাওয়া স্বামীকে
কোরোনা ফিরিয়ে দিল ২০ বছর আগে হারিয়ে যাওয়া স্বামীকে

By

Published : May 29, 2020, 6:54 AM IST

Updated : May 29, 2020, 7:02 AM IST

আসানসোল, 28 মে: কোরোনা সবাইকে দূরে সরিয়ে দিয়েছে । আবার সেই কোরোনাই কাছাকাছি আনল দু'জনকে। ফিরিয়ে দিল 20 বছর আগে হারিয়ে যাওয়া স্বামীকে ৷ আসানসোলে ধরা পড়ল এই ছবি ।

হিরাপুর থানার বার্নপুর শ্যামবাঁধ অঞ্চলের বাসিন্দা সুরেশ প্রসাদ । তাঁর স্ত্রী উর্মিলা দেবী । 20 বছর আগে সামান্য কথা কাটাকাটি হয়েছিল দু'জনের মধ্যে । তারপর বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সুরেশ । আর কোনও খোঁজ মেলেনি । তবে স্ত্রীকে কয়েকটা চিঠি লিখেছিলেন । জানিয়েছিলেন, দিল্লিতে আছেন ৷ কেউ যেন তাঁর যেন খোঁজ না করে ৷ সেই শেষ চিঠি ৷ তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি সুরেশ প্রসাদের । স্ত্রী উর্মিলাও স্বামীকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন । কিন্তু আজ জামাইষষ্ঠীতে একেবারেই অন্য ঘটনা ঘটল । হঠাৎ করেই বৃহস্পতিবার তাঁর বাড়িতে যায় হিরাপুর থানার পুলিশ ৷ জানায়, আসানসোলে ফিরে এসেছে স্বামী সুরেশ প্রসাদ ৷ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কোরোনা পরীক্ষা চলছে ৷ শুনেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন উর্মিলা ৷

২০ বছর পর স্ত্রীর কাছে ফিরলেন স্বামী

দীর্ঘ কুড়ি বছর পর স্বামীকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি ৷ তবে স্বামীকে চিনতে একটুও ভুল হয়নি ৷ সুরেশই যে তাঁর স্বামী তার প্রমাণও দিতে হয় পুলিশকে ৷ প্রমাণ চাওয়া হলে উর্মিলা দেখিয়ে দেন সুরেশের হাতের কাটা দাগ এবং পায়ের কড়া পড়ে যাওয়ার চিহ্ন । দীর্ঘদিন পর একে অপরকে সামনে থেকে দেখেও যেন স্বাভাবিক হতে পারছিলেন না । এতদিন কোথায় ছিলেন ? সুরেশ প্রসাদ জানান, দিল্লিতে কাশ্মীর গেটের কাছে দিনমজুরের কাজ করতেন তিনি । কোরোনার কারণে দিল্লি সরকার পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং করতে শুরু করে । সেখানেই ধরা পড়ে সুরেশ প্রসাদ আসলে দিল্লির বাসিন্দা নন । তাঁর আসল বাড়ি আসানসোলে । এরপর তাঁকে আসানসোলে পাঠিয়ে দেওয়া হয় । ফিরে আসার পর পুলিশ তাঁর কাছে পরিচয় জানতে চায় ৷ তখনই বাড়ির ঠিকানা পুলিশকে দেন তিনি । সুরেশের কথায়, "আর দিল্লি যাব না ৷ এখানেই কোনও কাজ করব ৷ আর উর্মিলার সঙ্গেই থাকব ৷" উর্মিলার কথায়, ঈশ্বরের কৃপা ৷ তাই তিনি আবার হারিয়ে যাওয়া সংসার ফিরে পেয়েছেন ।

আপাতত যতক্ষণ না সোয়াবের নমুনার পরীক্ষার রিপোর্ট আসছে ততক্ষণ সরকারি কোয়ারানটিন সেন্টারে থাকতে হবে সুরেশ প্রসাদকে । তারপরই ফিরে যেতে পারবেন স্ত্রীর কাছে । অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । তারপরেই কুড়ি বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হবে ।

Last Updated : May 29, 2020, 7:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details