আসানসোল, 4 জানুয়ারি : সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ কথা ছিল 25 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন পিন্টু মুখোপাধ্যায় ৷ কিন্তু বেলা গড়িয়ে গেলেও তাঁর দেখা মেলেনি ৷ এরপর রাতে তৃণমূলের তরফে জানানো হয় সোমবার সন্ধ্যায় মলয় ঘটকের হাত ধরে আসানসোল পৌরনিগমের 25 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন (without submitting nomination bjp candidate of asansol 25 number ward joins tmc) । রাজনৈতিক মহলের অনুমান ওই ওয়ার্ডে যাতে বিজেপির কোনও প্রার্থী না থাকে সেই কারণেই বিষয়টিকে প্রকাশ্যে আনেনি শাসকদল ৷ মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যেতেই পিন্টু মুখোপাধ্যায়ের হাতে পতাকা তুলে দেওয়া হয় ৷
এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিভ্রান্তি ছড়ায় ৷ যেহেতু সোমবার সকাল থেকে পিন্টু মুখোপাধ্যায়ের কোনও খোঁজ ছিল না তাই বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি দিলীপ দে বলেন, "যে পিন্টু মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন, সে আমাদের প্রার্থী ছিল না । আমাদের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় অন্য মানুষ । হুমকির ভয়ে সে মনোনয়ন করতে পারেনি ।"
আরও পড়ুন :Independent Candidates in AMC election : নির্দলে জিতেই তৃণমূলকে আসন উপহার দিতে চান বিদায়ীরা