পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AMC Election 2022 : মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, চাঞ্চল্য আসানসোল পৌরনিগমে - bjp candidate join bjp

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর ৷ 25 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শূন্য আসানসোল পৌরনিগম নির্বাচন (AMC Election 2022) ৷ ঠিক কী হল ?

AMC Election 2022
মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ

By

Published : Jan 4, 2022, 8:23 PM IST

Updated : Jan 4, 2022, 10:16 PM IST

আসানসোল, 4 জানুয়ারি : সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ কথা ছিল 25 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন পিন্টু মুখোপাধ্যায় ৷ কিন্তু বেলা গড়িয়ে গেলেও তাঁর দেখা মেলেনি ৷ এরপর রাতে তৃণমূলের তরফে জানানো হয় সোমবার সন্ধ্যায় মলয় ঘটকের হাত ধরে আসানসোল পৌরনিগমের 25 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন (without submitting nomination bjp candidate of asansol 25 number ward joins tmc) । রাজনৈতিক মহলের অনুমান ওই ওয়ার্ডে যাতে বিজেপির কোনও প্রার্থী না থাকে সেই কারণেই বিষয়টিকে প্রকাশ্যে আনেনি শাসকদল ৷ মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যেতেই পিন্টু মুখোপাধ্যায়ের হাতে পতাকা তুলে দেওয়া হয় ৷

এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিভ্রান্তি ছড়ায় ৷ যেহেতু সোমবার সকাল থেকে পিন্টু মুখোপাধ্যায়ের কোনও খোঁজ ছিল না তাই বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি দিলীপ দে বলেন, "যে পিন্টু মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন, সে আমাদের প্রার্থী ছিল না । আমাদের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় অন্য মানুষ । হুমকির ভয়ে সে মনোনয়ন করতে পারেনি ।"

মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ

আরও পড়ুন :Independent Candidates in AMC election : নির্দলে জিতেই তৃণমূলকে আসন উপহার দিতে চান বিদায়ীরা

অন্যদিকে, 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সিকে রেশমা পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, "আমার ওয়ার্ডের উন্নয়ন দেখেই পিন্টু মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার কথা জানায় । ও বিজেপির প্রার্থী ছিল । কিন্তু মনোনয়ন জমা দেয়নি । সোমবার মন্ত্রী মলয় ঘটকের কাছে পিন্টু তৃণমূলে যোগ দিয়েছে ৷ যদি তৃণমূলে যোগদানকারী পিন্টু মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী না-ছিলেন, তবে দুই পিন্টুকে পাশাপাশি দাঁড় করিয়ে তার প্রমাণ দিক বিজেপি ।"

যাকে ঘিরে এত বিতর্ক সেই পিন্টু মুখোপাধ্যায় নিজের মোবাইলের মেসেজ দেখিয়ে দাবি করেন যে, তিনিই বিজেপির প্রার্থী ছিলেন । কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন তৃণমূলে যোগ দেবেন । তবে প্রার্থী ঘোষণার পর কেন যোগদান ? এই প্রশ্নের উত্তরে পিন্টু মুখোপাধ্যায় বলেন, "আমি জানতাম না আমাকে প্রার্থী করা হচ্ছে । তাই প্রার্থী নাম ঘোষণার পরেই আমি যোগদান করেছি । আমি কোনও মনোনয়ন দাখিল করিনি বিজেপির হয়ে ।" অর্থাৎ, পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা না দেওয়ায় 25 নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী রইল না ৷

আরও পড়ুন :Bengal Civic Polls : প্রার্থী না হয়েও আসানসোলের পৌরভোটে চর্চায় জিতেন্দ্র

Last Updated : Jan 4, 2022, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details