আসানসোল, 24 মে : আসানসোলে বাবুল সুপ্রিয়র কাছে প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে হেরে গেছেন মুনমুন সেন । আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে BJP প্রার্থীর থেকে 54 হাজার ভোট কম পেয়েছেন তিনি । কুলটি বিধানসভা এলাকাতেও ভোট বেশি পেয়েছেন বাবুল । এর জন্য আসানসোলের দুই নেতা তাপস বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল চট্টোপাধ্যায়েকেই দায়ি করছেন দলের অনেকেই ।
2014 লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় মুনমুন সেনকে দাঁড় করিয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জিতে সাংসদও হন তিনি । কিন্তু অনেকের অভিযোগ ছিল, ভোটের পর তাঁকে না কি এলাকায় দেখাই যায়নি । এবার তাঁকে আর বাঁকুড়ায় প্রার্থী করেননি মমতা । এবার আসানসোল থেকে তাঁকে দাঁড় করিয়েছিলেন ।
কিন্তু, তাতেও রক্ষা হয়নি । আসানসোল লোকসভার 7টি বিধানসভার সব কটিতে BJP প্রার্থী চেয়ে কম ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী।্আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় 54 হাজারের কাছাকাছি ভোট কম পেয়েছেন মুনমুন সেন। কুলটি বিধানসভা থেকে ৫০ হাজারের কাছাকাছি ভোট কম পেয়েছেন । তাই কর্মীরা কেউ কেউ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কেই দায়ি করছেন ।
2009 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপস বন্দ্যোপাধ্যায় । তারপরই আসানসোলের মেয়র হন । 2011 সালে বিধায়ক ও ADDA-এর চেয়ারম্যান হন । বর্তমানে বিধায়ক, ADDA এর চেয়ারম্যান ও কাউন্সিলর পদে রয়েছেন । দলে যোগদান করার পর থেকেই তাপসের ভাঁড়ারে শুধুই প্রাপ্তিযোগ । সংগঠনে তাই কোনও জোর দেননি বলেই অভিযোগ । রাজনীতির থেকে তিনি না কি মেতে থাকতেন নাটক, সংস্কৃতি আর উৎসব নিয়ে । সংগঠন তৈরি করেননি বলেই তৈরি হয়েছে নেতৃত্বের অভাব । আর সেজন্যই না কি তাঁর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে পিছিয়ে থেকেছেন মুনমুন সেন ।
এদিকে, আসানসোল দক্ষিণ কেন্দ্রে বাবুল সুপ্রিয় 53 হাজার 820 ভোটে এগিয়ে থেকেছেন মুনমুনের থেকে ।
কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায় তৃণমূলের দাপুটে নেতা । তিনি নিজেই বলেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় যা চাইবে, কুলটিতে তাই হবে । ভোটের প্রচারে বারবার এই ধরনের কথা আর দলীয় কাউন্সিলরদের আক্রমণের ফলে দলের তৃণমূলস্তরের ভিতটাই না কি নড়বড়ে হয়ে গিয়েছিল । যার ফলেই এই হার ।
মুনমুন সেন কুলটি বিধানসভা থেকে বাবুলের চেয়ে 49 হাজার 351 ভোট কম পেয়েছেন ।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকা আসানসোল উত্তরে 20 হাজার 314 ভোট কম পেয়েছেন জয়ী প্রার্থীর থেকে । এছাড়া, রানিগঞ্জে 31 হাজার 710 ভোট , জামুড়িয়ায় 18 হাজার 52 ভোট ও বারাবনিতে 17 হাজার 875 ভোট বাবুলের থেকে কম পেয়েছেন মুনমুন ।
যদিও ওই দুই নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।