পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Moloy Ghatak: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত, ফের ইডির হাজিরা এড়ালেন মলয় ঘটক - পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত

সামনে নির্বাচন তাই বিভিন্ন জেলায় তাঁকে যেতে হচ্ছে বলে ইডির মুখোমুখি হতে পারছেন না বলে জানালেন মন্ত্রী মলয় ঘটক ৷ যদিও সংবাদমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন তিনি কোনওরকমের ইডির নোটিশ পাননি।

Moloy Ghatak
পঞ্চায়েত নির্বাচন দেখিয়ে ফের ইডি হাজিরা এড়ালেন মলয় ঘটক

By

Published : Jun 21, 2023, 2:31 PM IST

আসানসোল, 21 জুন: কয়লা পাচারকাণ্ডে ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। 19 জুন তাঁকে ইডি তলব করেছিল। মলয় ঘটক ইডিকে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় তাঁকে যেতে হচ্ছে । রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণে তিনি এবার ইডির মুখোমুখি হতে পারছেন না। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন তিনি কোনওরকমের ইডির নোটিশ পাননি।

সাত মাস আগে ইডির মুখোমুখি হয়েছিলেন মলয় ঘটক। তারপর থেকে একাধিক বার ইডির হাজিরা এড়িয়েছেন । গত মার্চ মাসেও রাজ্যের এই মন্ত্রী এবং তাঁর ছায়াসঙ্গী শঙ্কর চক্রবর্তীকে ইডি ডেকেছিল। কিন্তু সেবারেও শরীর খারাপের কথা বলে তিনি ইডির কাছে হাজিরা দিতে যাননি। এবারের ক্ষেত্রে ইডি তাঁর সঙ্গে কথা বলেই দিনক্ষণ স্থির করেছিল বলে নাকি জানা গিয়েছে। মলয় ঘটক নিজেই জানিয়েছেন, 19 জুনের পর থেকে তিনি ইডিও মুখোমুখি হতে পারবেন।

আরও পড়ুন:পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ব্যবধান বাড়ল অনিতদের

আর সেই মতো 19 জুন মলয় ঘটককে ডেকে পাঠায় ইডি। কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে, ওইদিন মলয় ঘটক মুর্শিদাবাদের বহরমপুরে ছিলেন। রাজনৈতিক এবং পঞ্চায়েত ভোটের কারণেই তাণর বহরমপুরে যাওয়া বলে জানা গিয়েছে। আর সেই কারণেই 19 জুন ফের ইডি হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। বহরমপুরে সাংবাদিকদের মলয় ঘটক জানিয়েছিলেন, তিনি কোনওরকমের ইডি নোটিশ পাননি। সূত্র থেকে জানা গিয়েছে, মলয় ঘটক ইডিকে জানিয়েছেন রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণে তিনি এখন হাজিরা দিতে পারছেন না। তবে এই বিষয়ক তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।

বেআইনি কয়লাকাণ্ডের অনুপ মাজির নথি সংক্রান্ত বিষয়ে মলয় ঘটককে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে গত সেপ্টেম্বর মাসে মলয় ঘটকের আসানসোলের চেলিডাঙায় পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর নতুন বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। যদিও সিবিআইকে খালি হাতে ঘুরে যেতে হয়েছিল। তারপর থেকে সিবিআই মলয় ঘটককে আর জিজ্ঞাসাবাদের জন্য তলব না-করলেও ইডি একাধিকবার মলয় ঘটককে ডেকেছে। কিন্তু একবার মুখোমুখি হওয়া ছাড়া বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। মাঝখানে হাইকোর্টেরও দারস্থ হয়েছিলেন মন্ত্রী। তিনি সেখান থেকে কয়েক দিনের সুরক্ষা কবচও পেয়েছিলেন। ইডি আবারও মলয় ঘটককে নোটিশ পাঠাবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে তাঁরা আইনেরও সাহায্য নিতে পারে।

আরও পড়ুন:শাসকের অত্যাচারে ছেড়ে যাওয়া গ্রামেই এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী বামপন্থী আইনজীবী সমরেশ

ABOUT THE AUTHOR

...view details