কলকাতা, 1 সেপ্টেম্বর:আবারও টুইট-বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এ বার পরোক্ষে ৷ তিনি বিঁধেছেন রাজ্য ও কলকাতা পুলিশকে ৷ পুলিশ দিবসে তিনি পরোক্ষে পুলিশের বিরুদ্ধে দলদাস হওয়ার অভিযোগ এনেছেন ৷ সরাসরি কিছু না-বলে কটাক্ষের সুরে বলেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ ৷" পানাগড় থেকে এই কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
বুধবার পুলিশ দিবস ৷ এই দিনে পুলিশদের প্রতি শুভেচ্ছা জানানোর টুইটে বাংলার পুলিশকে পরোক্ষে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লিখেছেন, "পুলিশ দিবসে আমি আশা করব যে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের উর্দিধারীরা আইন শৃঙ্খলা ধরে রাখবেন এবং মানবাধিকার যোদ্ধা হিসেবে কাজ করবেন ৷" একইসঙ্গে ধনকড় লিখেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে তা গণতন্ত্রের পক্ষে বিপদের এবং তার ফলে পুলিশ রাষ্ট্র তৈরির পরিস্থিতি তৈরি হয় ৷ গণতন্ত্রে আইন ও শৃঙ্খলা রক্ষায় মৌলিক বিষয়টিই হল নির্দলীয় অবস্থান ৷" এই কথা বলে রাজ্যপাল রাজ্য পুলিশকেই বিঁধতে চেয়েছেন বলে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
আরও পড়ুন:"ছোটবোন" মমতার অভিযোগ ওড়ালেন "দাদা" ধনকড়
কলকাতা ও রাজ্য পুলিশকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ পুলিশকর্মীরা যে শপথ নেন, তা ভুলে না যাওয়ার কথা লেখেন টুইটে ৷
রাজ্যপাল ও শুভেন্দুর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে শাসক দল ৷ পানাগড় থেকে নাম-না করে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, "পুলিশকে কুর্নিশ জানাই ৷ অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছেন ৷ তাঁদের এটাই বলব, হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হয় ৷ তা নিয়ে পুরো বাহিনীকে বদনাম করা উচিত না ৷ যাঁরা এটা করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।"