দুর্গাপুর, 3 এপ্রিল: নন্দীগ্রামের নির্বাচনের দিন হেরে গিয়েছেন বুঝতে পেরে ক্লান্ত হয়ে বুথে ঘুমিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার কাঁকসার বাবনাবেড়ায় নির্বাচনী প্রচারে এমনই কটাক্ষ করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী ।
হেরে গিয়েছেন বুঝেই নাকি বুথে ঘুমিয়ে পড়েছিলেন মমতা ! - diptanshu accused mamata of falling asleep in election booth
শনিবার কাঁকসার বাবনাবেড়ায় নির্বাচনী প্রচারে করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, হেরে গিয়েছেন বুঝতে পেরে নন্দীগ্রামে নির্বাচনী বুথে ঘুমিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী৷
এদিন সকালে কাঁকসার বাবনাবেড়া গ্রামে নির্বাচনী প্রচারে যান তিনি। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ও 4 নম্বর মণ্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা । আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী দীপ্তাংশু চৌধুরী বলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেজি থেকে পিজি (পোস্ট গ্র্যাজুয়েশন) বিনা খরচায় পড়াশোনার ব্যবস্থা করা হবে । মেয়েদের সুলভ শিক্ষার ব্যবস্থা হবে, 18 বছর বয়সে প্রতিটি কন্যা দু'লক্ষ করে টাকা পাবে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা-সহ নানা প্রকল্প বাস্তবায়িত করা হবে ।"