দুর্গাপুর, 14 মার্চ : অনুব্রত মণ্ডলের পাঁচনবাড়ি এবার পাণ্ডবেশ্বর এর তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখে । বিজেপি দুষ্কৃতীরা ভোটকেন্দ্রে ভোট লুট করতে এলে শিক্ষকরা পাচন হাতে সেই সব বিজেপি দুষ্কৃতীদের মেরে দিল্লি পাঠিয়ে দেবেন, দুর্গাপুর থেকে এমনই হুংকার দিলেন পাণ্ডবেশ্বর তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
আরও পড়ুন :বিজেপিতে যোগ দেওয়া কয়লা মাফিয়ার ফ্ল্যাটে সিআইডি অভিযান
দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকদের নিয়ে প্রাক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় , দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল এবং পাণ্ডবেশ্বর তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহ তৃণমূল নেতৃত্বরা । দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত হেনে মমতা বন্দ্যোপাধ্যায় কে রোখা যাবে না ।" তিনি আরও বলেন, "2014 সালে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর কোনও উন্নয়ন করেনি । উল্টে রাজ্যে বন্ধ করে দিচ্ছে একের পর এক কল কারখানা । বেকার হয়ে যাচ্ছে বহু শ্রমিক । " সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, " কিছুদিন আগে সৌমিত্র খাঁ বলেছিলেন রিগিং করলে আমরাই করব, রিগিং করতে এলে শিক্ষকরা সৌমিত্র খাঁ দের মেরে ছাল চামড়া তুলে দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে ।"
বিতর্কিত মন্তব্য পান্ডবেশ্বরের তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর আরও পড়ুন :রাস্তার পাশে ফ্লাই অ্যাশের স্তূপ, চোখে মুখে ঢুকে বেগতিক পথচারীদের
এই সভায় ছিলেন পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় । তিনি 10 বছরে তৃণমূলের উন্নয়নের কাজের খতিয়ান গুলি তুলে ধরে বলেন, " নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করেছে বিজেপি দুষ্কৃতীরা । অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়র উপর আক্রমণ করেছিল বামেরা, কিন্তু নেত্রীকে থামিয়ে রাখতে পারেনি ।" বিজেপি দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করতে এলে রাজ্যে হাজার হাজার মমতা তার জবাব দেবে বলেও জানান তিনি ।