আসানসোল, 6 মার্চ : আসানসোলের মেয়র ছিলেন । গত 10 বছর ধরে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক । এডিডিএ-এর চেয়ারম্যান । অথচ আজ পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও দুর্নীতির অভিযোগ নেই । বিরোধী রাজনৈতিক দলের নেতারাও তাঁর সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করতে পারেন না । এমনই স্বচ্ছ ভাবমূর্তি তাঁর । সেই নিষ্কলঙ্ক তাপস বন্দ্যোপাধ্যায়কেই এবার দল বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল । আসানসোলের বাকি বিধায়করা নিজের নিজের আসনে লড়াই করার সুযোগ পেলেও, নিজের বিধানসভা ক্ষেত্র আসানসোল দক্ষিণ থেকে দাঁড়ানোর সুযোগ পেলেন না তাপস বন্দ্যোপাধ্যায় । রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হল তাঁকে ।
রানিগঞ্জ চিরকালই বামদুর্গ বলে পরিচিত । যদিও 2011 সালে পরিবর্তনের সময় বামপ্রার্থীকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের সোহরাব আলি । কিন্তু 2016-তে সোহরাব আলির বিবি নার্গিস বানু বামপ্রার্থীর কাছে হেরে যান । বর্তমানে রানিগঞ্জে বাম বিধায়ক রয়েছেন রুনু দত্ত ।
এই পরিস্থিতিতে এই কেন্দ্রে তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার দু'টি কারণ থাকতে পারে । প্রথম কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রানিগঞ্জ পুনর্দখল করতে । সেই কারণে তাপস বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে রানিগঞ্জে প্রার্থী করা হল । অন্যদিকে গত লোকসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে হেরেছিল তৃণমূল । সেই কারণে তাপস বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সরিয়ে সেলিব্রিটি প্রার্থী নিয়ে আসা হয়েছে যাতে সেই ড্যামেজ কন্ট্রোল করা যায় ।