আসানসোল, 9 মার্চ : স্বচ্ছ ও নির্ভুল নির্বাচনের জন্য নতুন অ্যাপ আনল নির্বাচন কমিশন ৷ কমিশনের দাবি, এর ফলে এড়ানো যাবে ছাপ্পা ভোট ৷ ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে ভোটাদের ছবি সহ সব তথ্য এই অ্যাপের মাধ্যমে প্রিসাইডিং অফিসারের কাছে উঠে যাবে ৷ ফলে ভুয়ো ভোটারদের সহজেই চিহ্নিত করা যাবে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট জেলার নির্বাচন দফতরে বসেই কোন বুথে মোট কত শতাংশ ভোট পড়েছে তা জানা যাবে ৷
আরও পড়ুন : যোগদানের হুড়োহুড়ি থেকে কি লাভের ফসল তুলতে পারবে গেরুয়া শিবির ?
কিন্তু কীভাবে কাজ করবে এই অ্যাপ ? পশ্চিম বর্ধমানের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, কমিশনের তরফে প্রত্যেক ভোটারকে স্লিপ দেওয়া হয় ৷ এবার সেই ভোটার স্লিপেই থাকবে বিশেষ বারকোড ৷ ভোটকেন্দ্রে উপস্থিত ভোটকর্মী বা প্রিসাইডিং অফিসার অ্যাপের সাহায্যে স্লিপে থাকা বারকোডটি স্ক্যান করতে পারবেন ৷ স্ক্যান করলেই ভোটারের ছবি ও এপিক কার্ডের যাবতীয় তথ্য আধিকারিকের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে ৷ এরপর ভোট দিতে চান ওই ভোটার, এমন বটমে ক্লিক করলেই তা আপলোড হয়ে যাবে সার্ভারে । অর্থাৎ ভোটারদের ও ভোট দানের সব তথ্য সার্ভারে জমা হয়ে যাবে ৷