পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবেকানন্দের মূর্তিতে মালা দিলেন সায়নী, ফিরে যেতেই শুদ্ধিকরণ - বিবেকানন্দের মূর্তিতে মালা দিলেন সায়নী

আজ বার্নপুর স্টেশন রোড থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের পদযাত্রা ছিল । পদযাত্রার মাঝে বিবেকানন্দের মূর্তিতে মালা দেন তিনি ৷ সায়নী ঘোষের মালা দেওয়াতে আপত্তি ছিল বিবেকানন্দ জন্মোৎসব কমিটির । সেইমতো তারা বিরোধিতা করার জন্য জমায়েত হয়েছিল । মূর্তির কাছে যাওয়ার দরজায় তালাও দিয়ে দেয় তারা । কিন্তু অভিযোগ, তালা ভেঙে বিবেকানন্দের মূর্তিতে মালা দেন সায়নী ৷

বিবেকানন্দের মূর্তিতে মালা দিলেন সায়নী, ফিরে যেতেই মূর্তি শুদ্ধিকরণ
বিবেকানন্দের মূর্তিতে মালা দিলেন সায়নী, ফিরে যেতেই মূর্তি শুদ্ধিকরণ

By

Published : Mar 9, 2021, 7:26 PM IST

Updated : Mar 9, 2021, 8:21 PM IST

আসানসোল, 9 মার্চ : হিন্দু দেবদেবীকে অপমান করেছেন সায়নী ঘোষ ৷ আর সেই কারণেই তাঁকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে দেওয়া হবে না । এমনই দাবি নিয়ে বার্নপুরের বারি ময়দানে জমায়েত করেছিল বিবেকানন্দ জন্মোৎসব কমিটি ৷ তারা মূর্তির কাছে যাওয়ার প্রবেশপথে তালাও পর্যন্ত দিয়ে দিয়েছিল ৷ অভিযোগ, পুলিশি বলপ্রয়োগে উৎসব কমিটিকে সরিয়ে দিয়ে, তালা ভেঙে সায়নী ঘোষ বিবেকানন্দ মূর্তিতে মালা দেন । সায়নী চলে যাওয়ার পর সেই মালা ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং বিবেকানন্দের মূর্তিকে ধুয়ে শুদ্ধিকরণ করা হয় ।


আজ বার্নপুর স্টেশন রোড থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের পদযাত্রা ছিল । পদযাত্রার মাঝে বারি ময়দানে বিবেকানন্দের মূর্তিতে মালা দেন সায়নী ঘোষ । অন্যান্য মনীষীদেরও মালা দেন তিনি । কিন্তু, বিবেকানন্দের মূর্তিতে সায়নী ঘোষের মালা দেওয়াতে আপত্তি ছিল বিবেকানন্দ জন্মোৎসব কমিটির । তাদের দাবি, সায়নী ঘোষ হিন্দু দেবদেবীকে অপমান করেছেন ৷ তিনি হিন্দু মহাপুরুষ বিবেকানন্দকে মালা দিতে পারবেন না । সেইমতো তারা বিরোধিতা করার জন্য জমায়েত হয়েছিল । মূর্তির কাছে যাওয়ার দরজায় তালাও দিয়ে দেয় তারা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ এবং কার্যত লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । যদিও তা অস্বীকার করেছে হিরাপুর থানার পুলিশ ৷ পাশাপাশি, সায়নী ঘোষ এবং তৃণমূল কর্মীরা মূর্তির পাদদেশে আসার পর প্রবেশপথের গেটের তালা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় ধিক্কার জানায় বিবেকানন্দ জন্মোৎসব কমিটি । সায়নী ঘোষ চলে যাওয়ার পর বিবেকানন্দকে পরানো মালাটি ছুঁড়ে ফেলে দেয় তারা এবং পুনরায় বিবেকানন্দের মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করা হয় ।

আরও পড়ুন, তাপসদার উন্নয়নই আমার বেঞ্চমার্ক, বলছেন সায়নী

বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সদস্যরা জানিয়েছেন, সায়নী হিন্দু দেবদেবীকে অপমান করেছেন ৷ বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়ার যোগ্যতা তাঁর নেই ৷ আমরা অন্যান্য রাজনৈতিক নেতা মলয় ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায় এলে বাধা দিইনি । কিন্তু সায়নী ঘোষকে আমরা বাধা দিয়েছি ।"

বিবেকানন্দের মূর্তিতে মালা দিলেন সায়নী, ফিরে যেতেই শুদ্ধিকরণ করা হল মূর্তি, দেখুন ভিডিয়োয়

অন্যদিকে প্রার্থী সায়নী ঘোষ জানিয়েছেন, বিবেকানন্দ কারও একার সম্পত্তি নয় । বিজেপির কাছে কোনও ইশু নেই ৷ তাই এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে ।

Last Updated : Mar 9, 2021, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details