দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি : "আপনার সুরক্ষা মাস্কে,সবার সুরক্ষা ভোটে" কিংবা "চলো ভোট দিতে যাই" ব্যানারে ছেয়ে গিয়েছে দুর্গাপুর আদালত চত্বর ৷ আবার কোনও পোস্টারে লেখা "সুবিধা আছে, বুথে যাব ভোট দিতে" ৷ আবার কোথাও জ্বলজ্বল করছে "যেখানেই থাকি, ভোট দিতে আসি" পোস্টার ৷
করোনা আবহে বিহারের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয়েছে বঙ্গে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন ৷ পাশাপাশি পোস্টারেও ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷