পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী ঘোষণার আগেই বিধানের নামে ব্যানার রূপনারায়ণপুরে

প্রথমে একবার বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করেছিল তাঁর অনুগামীরা । সেইসময় দলের পক্ষ থেকে সতর্ক করা হলেও কেউ ভ্রূক্ষেপ করেনি । গতকাল থেকেই বারাবনি বিধানসভার রূপনারায়ণপুর এলাকায় বিধান উপাধ্যায়কেই প্রার্থী হিসেবে চিহ্নিত ক'রে ব্যানার লাগানো হয়েছে ।

প্রার্থী ঘোষণার আগেই বিদায়ী বিধায়কের নামে ব্যানার রুপনারায়নপুরে
প্রার্থী ঘোষণার আগেই বিদায়ী বিধায়কের নামে ব্যানার রুপনারায়নপুরে

By

Published : Mar 5, 2021, 12:58 PM IST

আসানসোল, 5 মার্চ : আজই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল । কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই বারাবনির বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের নামে ব্যানার পড়ল রূপনারায়ণপুরে ।

বারাবনি বিধানসভা কেন্দ্রে প্রথম দেওয়াল লিখন শুরু করেছিল তৃণমূল । প্রথমে দেওয়ালে তৃণমূলের চিহ্ন এঁকে তাতে ভোট দিতে লেখা হয়েছিল । পরে দেওয়াল লিখনে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নাম লেখা হয় । সেই সময় দলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এসব অতি উৎসাহের ফলে ঘটেছে । বিধানকে সতর্ক করা হয়েছে । যাতে এমন কাজ না হয় ।

অবশ্য সতর্কতাকেও তোয়াক্কা করেননি বিধান অনুগামীরা । গতকাল থেকেই বারাবনির রূপনারায়ণপুর এলাকায় বিধান উপাধ্যায়কেই প্রার্থী হিসেবে চিহ্নিত করে ব্যানার লাগানো হয়েছে । প্রার্থী ঘোষণার আগেই ব্যানার কেন ? বিধান উপাধ্যায় বলেন, "মানুষ ভালোবাসে । তাই তারা করছে । আমি নিজে বিষয়টি নিয়ে কিছু জানি না ।"

আরও পড়ুন, আজই তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ, থাকবে বড় চমক

অন্যদিকে রূপনারায়ণপুর এলাকার তৃণমূল নেতা মহম্মদ আরমান জানিয়েছেন, বিধানদার কোনও বিকল্প নেই । প্রয়াত নেতা মানিক উপাধ্যায়ের ঘাঁটি বারাবনিতে তাঁর ছেলেই প্রার্থী হবেন । বিপুল ভোটে জিতবেন তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details