পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাউদোহায় জিতেন্দ্র তিওয়ারির প্রচারে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ

রবিবার মাধাইপুরে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পুলিশ ও র‍্যাফ পরিস্থিতি সামাল দেয় ৷

পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷
পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷

By

Published : Apr 4, 2021, 1:58 PM IST

দুর্গাপুর, 4 এপ্রিল: রবিবার ফরিদপুর থানার মাধাইপুর গ্রামে প্রচারে গিয়ে বাধা পেলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর প্রচারে বাধা দেন ৷ এতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় ৷ পুলিশ ও র‍্যাফ পরিস্থিতি সামাল দেয় ৷

অভিযোগ, এদিন জিতেন্দ্র তিওয়ারি যখন দলীয় কর্মীদের নিয়ে মাধাইপুর গ্রামে ঘুরছিলেন সেইসময় শাসকদলের মিছিল ওই একই রাস্তায় আসে । তারা জিতেন্দ্র তিওয়ারিকে আটকে দেয় । এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। ঘটনাস্থলে দুই যুযুধান শিবির মুখোমুখি হলে সংঘাত সৃষ্টির উপক্রম হয় ৷ তবে পুলিশ ও র‍্যাফ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ৷ তারা দু'পক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় । এরপরই জিতেন্দ্র তিওয়ারি রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন । একসময় উত্তেজনা এতটাই চরমে ওঠে যে জিতেন্দ্র তিওয়ারিকেও মারমুখী হয়ে উঠতে দেখা যায় । পুলিশ ও তাঁর দেহরক্ষীদের কোনও রকমে তাঁকে সামাল দেয়।

রবিবার মাধাইপুরে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷

উল্লেখ্য, এই জিতেন্দ্র তিওয়ারি কয়েক মাস আগে পর্যন্ত এই এলাকায় তৃণমূলের নেতা-কর্মীদের কাছে জনপ্রিয় ছিলেন । সম্প্রতি দলবদল করে তিনি বিজেপিতে আসেন ৷ এখন তিনি শাসক শিবিরের কাছে চক্ষুশুল, ‘বেইমান-মীরজাফর’।

ABOUT THE AUTHOR

...view details