আসানসোল , 15 মার্চ : কেন্দ্রীয় সরকার 2018 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ডকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । তারপর থেকেই দুর্ভোগ শুরু বার্ন স্ট্যান্ডার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের । একদিকে বকেয়া বেতন নিয়ে মামলা চলছে । অন্যদিকে বার্ন স্ট্যান্ডার্ড আবাসনে পানীয় জল, বিদ্যুতের অভাব । কার্যত অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এমনকি প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি ।
তাই ভোটের মুখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ভোট বয়কটের ডাক দিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । 1994 সাল থেকেই ধুঁকতে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি । কিন্তু স্বপ্ন দেখিয়ে 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ন স্ট্যান্ডার্ডকে রেলের অন্তর্ভুক্ত করেন । মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক ছেড়ে দেওয়ার পর বার্ন স্ট্যান্ডার্ডে নতুন করে উন্নতি হয়নি । কর্মীদের দাবি, লাভজনক সংস্থা হলেও কার্যত বন্ধ করার চক্রান্ত করা হয় । 2018 সাল থেকে কেন্দ্র সরকার পুরোপুরি ভাবে বন্ধ করে দেয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ।
আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের