পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে করোনার ক্যাম্প করতে পারল না ঝাড়খণ্ড প্রশাসন - করোনা ভাইরাস

জমির মালিকের বাধায় আসানসোলে করোনার ক্যাম্প করতে পারল না ঝাড়খণ্ড প্রশাসন ৷ অভিযোগ, অনুমতি না নিয়েই ক্যাম্প করতে চেয়েছিল পড়শি রাজ্যের প্রশাসন ৷

Corona virus
করোনা ভাইরাস

By

Published : Apr 18, 2021, 11:57 AM IST

আসানসোল , 18 এপ্রিল : পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্তে করোনা পরীক্ষার ক্যাম্প বসানো নিয়ে জমির মালিকের সঙ্গে বিবাদ বাধল ঝাড়খণ্ড প্রশাসনের ৷ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় । যদিও শেষ পর্যন্ত জমি মালিক ক্যাম্পটি বসাতে দেননি ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল পুরো দেশ ৷ ক্রমশই চওড়া হচ্ছে করোনা থাবা ৷ বিশেষজ্ঞ থেকে প্রশাসন সকলের কপালে চিন্তার ভাঁজ ৷

সংক্রমণ বৃদ্ধির হার ও মৃত্যু হারে রাশ টানতে উদ্যত ঝাড়খণ্ড প্রশাসন ঠিক করে, এই রাজ্য থেকে যাঁরাই ঝাড়খণ্ডে প্রবেশ করবেন, তাঁদের করোনা পরীক্ষা করানো হবে ৷ তাই ঝাড়খন্ড প্রশাসন আসানসোলের স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের জমিতে করোনা ক্যাম্প বসাতে চেয়েছিলেন ৷

পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড সীমান্তে করোনা পরীক্ষার ক্যাম্প বসানো নিয়ে বিবাদ

তবে জমির মালিকের থেকে সম্মতি পায়নি ওই রাজ্যের প্রশাসন ৷ জমির মালিক গৌরাঙ্গবাবুর অভিযোগ, ‘‘গত বছর ৭ দিনের জন্য জমি চেয়ে ওই ক্যাম্প কয়েক মাস চালানো হয়েছিল। তাই এবার আর আমি জমি দেব না।’' তিনি দাবি করেন , তাঁর থেকে এই ক্যাম্প বসানোর জন্য কোনও অনুমতিও নেয়নি ঝাড়খণ্ড প্রশাসন ৷

অন্যদিকে ঝাড়খন্ডের প্রশাসনিক কর্মীরা জানান , গতবারের মত এবারও তাঁরা ক্যাম্প লাগাতে এসে জানতে পারেন, এই জমিটি পশ্চিমবঙ্গের কোনও মালিকের । তাঁর আপত্তি আছে । তাই ঝাড়খণ্ডের দিকে অন্য জমিতে ক্যাম্প করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details