পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেন্ট্রাল ফোর্স যা বলবে আমরা তাই করব : মুনমুন সেন - bjp

"সেন্ট্রাল ফোর্স যা বলবে তা মানবে"। আজ জামুড়িয়ার কর্মীসভা থেকে একথা বলেন মুনমুন সেন।

মুনমুন সেন

By

Published : Mar 20, 2019, 6:22 PM IST

Updated : Mar 20, 2019, 8:02 PM IST

জামুড়িয়া, ২০ মার্চ : "প্লিজ় তোমরা কেউ ঝগড়া করবে না। সেন্ট্রাল ফোর্স এলে যা বলে, তা মানবে। ওরা যখন আসবে তখন ঝগড়া করবেন না। ওরা এলে যেন শান্তি থাকে। আমরা সুন্দর ও শান্ত হয়ে কাজ করব। ওরা যা বলছে তাই করব।" আজ জামুড়িয়ার এক কর্মীসভায় একথা বলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "বাইরের এলাকা থেকে কেউ এসে যেন আমাদের বিরক্ত না করে, তা ওদের জানিয়ে দেবেন। আপনাদের নালিশ করতে কোনও অসুবিধা হবে না। কিন্তু আমরা কোনও ঝগড়া করব না। আমরা বদনাম করব না, গালাগালি করব না। কাউকে ছোটো করব না। তাদের ছোটো করা মানে আমাদের ছোটো করা। আমরা ওই মানুষদের আমাদের পাশে, তৃণমূলে নিয়ে আসব। তারা আজকে হয়তো ভাবছে খুব ভালো হবে। কিন্তু তৃণমূলই থেকে যাবে।"

মুনমুন সেন

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল নেতৃত্ব পক্ষপাতিত্বের ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

জামুড়িয়ায় আজ তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখার সময় দলের সাধারণ কর্মীদের মধ্যে হইহট্টগোল শুরু হয়। মুনমুন সেনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই মেজাজ হারান মুনমুন। প্রথমে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় শেষমেশ মঞ্চ থেকে নেমে যান তিনি।

Last Updated : Mar 20, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details