দুর্গাপুর, 5 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন মেয়ে ঐশী ঘোষ । কিন্তু তাতে বিন্দুমাত্রও ভীত নন বাবা দেবাশিস ঘোষ । তাঁর বক্তব্য, "দীর্ঘদিন ধরে পড়ুয়ারা আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল ।"
আজ সন্ধ্যায় মুখোশ পরে দুষ্কৃতীরা JNU-তে ঢোকে । লাঠি হাতে পড়ুয়াদের উপর চড়াও হয় । সাহায্যের জন্য পড়ুয়ারা চিৎকার করলে এগিয়ে আসেন অধ্যাপকরা । অভিযোগ, সেইসময় তাদের উপরও হামলা করে দুষ্কৃতীরা । এই ঘটনায় ABVP বিরুদ্ধে অভিযোগ তুলছে JNU-র ছাত্র সংসদ ।
এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ABVP-কে দায়ি করেন আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের বাবা দেবাশিস ঘোষ । তিনি বলেন, "এই ঘটনাকে রাজনৈতিকভাবে দেখব । কারণ ABVP এই পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবেই দেখছে । আমি যা শুনেছি ABVP-র ছেলেরা মেরেছে । আমার কাছে এখনও কোনও রিপোর্ট আসেনি । তবে, আমি উচ্চ আধিকারিকদের যা শুনেছি, তাতে বামপন্থী ছাত্ররা যেহেতু এই আন্দোলনের মধ্যে যুক্ত তাই প্রশাসন এই আন্দোলনকে ভাঙার জন্য ABVP-র সাহায্যে ঐশীর উপর হামলা করেছে । প্রথমে প্রশাসন পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল ৷ "
মেয়ের উপর হামলা হলেও ভীত নন দেবাশিসবাবু ৷ বলেন, "আমরা এই ঘটনায় ভীত নই । ওরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল । "